এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে অবৈধ দাদন ও মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে বিরল প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন ও আলোচনা সভা করেন, বিরল উপজেলা ডেভেলপমেন্ট প্লান এন্ড অবজারভার অরগানাইজেশান।
বিরল উপজেলা ডেভেলপমেন্ট প্লান এন্ড অবজারভার অরগানাইজেশান এর প্রধান আহবায়ক কাওসার আহমেদ শিশির এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা দিনাজপুর-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কৃষকদলের অন্যতম সদস্য এডভোকেট আব্দুল আজিজ, সংগঠনের উপদেষ্টা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও বুনিয়াদপুর সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওঃ মোঃ মতিউর রহমান, সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মওসুম কবীর রাব্বি, প্রেসক্লাবের আহ্বায়ক আতিউর রহমান, সদস্য সচিব তাজুল ইসলাম, সদস্য সাদেকুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, দাদন ব্যবসায়ীদের অত্যাচারে অনেকে অসহায় মানুষ আত্মহত্যা করছে, অনেকে ঘর-বাড়ী ছাড়া হয়েছে । মাদক ব্যবসায়ীদের কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে ধাপিত হচ্ছে। তাই এই অবৈধ সুদ বা মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করতে হবে।