আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আজ রবিবার বিকাল ৪ টার সময় অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মসিউর রহমান ,গাংনী উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা, মাসুদুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার নাসিরউদ্দীন ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা সহকারী প্রোগ্রামার রাকিবুল ইসলাম প্রমুখ।
মাসব্যাপী তারুণ্যের উৎসবে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে পৌর সভা, উপজেলা, জেলা ও বিভাগ এমনকি জাতীয় পর্যায় পর্যন্ত তরুণ প্রজন্মকে নানা বিষয়ে পারদর্শী করতে ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, বাস্কেট বলসহ নানা খেলাধূলা, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কনসহ নানা ইভেন্ট এর আয়োজন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার বিভাগ এমনকি উপজেলা পর্যায়ে সকল অধিদপ্তরের মাধ্যমে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মুহঃ আলম হুসাইন সহ বিভিন্ন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ, সচিববৃন্দ প্রমুখ ।
এছাড়াও সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামসহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক নানা কর্মসূচি আগামী ২৫ জানুয়ারির মধ্যে উপজেলা পর্যায়ে বাস্তবায়ন করা হবে।