ঢাকাSunday , 19 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীর বামন্দী যুবদলের উদ্যোগে প্রমিলা দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
January 19, 2025 3:07 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর বামন্দীতে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে প্রমিলা দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৪ টার সময় বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজ মাঠে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ঢাকা সিরাজগঞ্জের প্রমিলা দল ও রাজশাহী প্রমিলা দল অংশগ্রহন করে। প্রীতি ফুটবল ম্যাচে ভাইরাল গোলকিপার স্বপ্নার দল ঢাকা সিরাজগঞ্জ ২ -০ গোলে জয়লাভ করে। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের সেরা ) খেলোয়াড় কাকলীকে (সিরাজগঞ্জ প্রমিলা দল) পুরস্কার তুলে দেয়া হয়।গোলকিপার স্বপ্নাকে একনজর দেখতে এবং তার সাথে ছবি তুলতে যুব সম্প্রদায় হুমড়ি খেয়ে পড়ে। দর্শক সামলাতে নেয়া হয় ঠোর নিরাপত্তা বেষ্টনী। পুলিশ সদস্য ছাড়াও অসংখ্য স্বেচ্ছাসেবক খেলার শৃ্খংলায় নিয়োজিত ছিলেন।
বামন্দী শহরের কৃতি সন্তান জাতীয়তাবাদী যুবদল গাংনী উপজেলা যুবদলের আহ্বায়ক প্রয়াত নেতা চপল বিশ্বাসের স্মৃতি স্মরণে প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচের আয়োজনে সভাপতিত্ব করেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক মাষ্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলার শুভ সূচনা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কমিটির আহ্ব্ায়ক বিশিষ্ট রাজনীীতবিদ জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির নেতা ও একাধিকবারের ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, গাংনী পৌর বিএনপির সম্পাদক মকবুল হোসেন মেঘলা, বিএনপি নেতা মহিবুল ইসলাম পলাশ, বাচ্চু, সোহাগ, বিএনপি নেতা আব্দাল হক, যুবদল নেতা কাউছার আলী প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফুটবল খেলা পরিচালনা করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী আব্বাস আলী, টুটুল, মাহবুবুল হক প্রমুখ। খেলা উপভোগ করতে দুপুর থেকেই বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজ মাঠ কানায় কানায় দর্শকে ভরে যায়। প্রায় ৩০ হাজারের বেশী দর্শক খেলা উপভোগ করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, অনেক দর্শক জায়গার অভাবে খেলা দেখতে পারেনি। প্রমিলা দলের খেলা উপভোগ করতে উৎসবের আমেজে বামন্দী শহর যেন মানুষের শহরে রুপান্তরিত হয়ে উঠে।