ঢাকাSunday , 29 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে আবারো অবৈধ ভাবে ভারতে পালানোর সময় বিভিন্ন বয়সী ৫ জনকে আটক করেছে বিজিবি

Mahamudul Hasan Babu
September 29, 2024 8:10 am
Link Copied!

বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।দিনাজপুরের বিরলে অবৈধ ভাবে ভারতে পালানোর সময় সীমান্ত থেকে ২ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশুসহ মোট ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার মধ্যরাতে বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস হতে  আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা  গ্রামের দীপ পাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার খানসামা উপজেলার টাংগুয়া গ্রামের প্রভাস চন্দ্র রায়ের ছেলে পঞ্চানন চন্দ্র রায় (৩৩), একই গ্রামের পরেশ চন্দ্র রায়ের মেয়ে তাপসী রাণী রায় (২৮) ও ছেলে দীপ্ত চন্দ্র রায় (০৩), রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বৃন্দাবনপুর গ্রামের হরেন হেম্রম এর ছেলে পাওলিনা হেম্রম (১৪)।
জানা যায়, আটককৃতরা দালাল চক্রের মাধ্যমে রাতের অন্ধকারে অবৈধ ভাবে রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা  গ্রামের দীপ পাড়া নামক স্থান দিয়ে ভারতে প্রবেশের জন্য এসেছিলেন।
খবর পেয়ে  ওই কম্পানীর কম্পানী কমান্ডার এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
৪২ বিজিবি এর অধিনায়ক লে: কর্নেল মো: আহসান উল ইসলাম পিএসসি জানান, বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্র পুর বিওপির আওতাধীন বিরল উপজেলাস্থ ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস হতে বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দিনাজপুর জেলার বীরগঞ্জ, খানসামা উপজেলা ও রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিভিন্ন বয়সী ০৫ জনকে আটক করা হয়েছে ।
আটককৃতদের দিনাজপুর জেলার বিরল থানায় হস্থান্তর করা হয়েছে।