আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে জামায়াতের বহিস্কৃত নেতা ইউপি চেয়ারম্যান দলের নাম ভাঙ্গিয়ে বহাল তবিয়তে রয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহিঃস্কৃত নেতা এক সময়ের জাময়াতে ইসলামীর রুকন পদধারী নেতা মুহঃ আলম হুসাইন কি আবারও দলে অন্তর্ভূক্ত হয়েছেন!
পরিচয়টা আরও একটু পরিস্কার করা দরকার। উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের ছেলে জামায়াতের পরিচয়ে তিনি উপজেলার কাজীপুর ইউনিয়নের ২য় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিগত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের সময় তিনি তৎকালীন রাজনৈতিক সুবিধা নিতে আদালতে এ্যাফিডেভিট করে এবং মুচলেখা দিয়ে জামায়াত ইসলামীর পদ পদবী ছেড়ে আওয়ামীলীগের কর্মকান্ডে যোগ দেন। এসময় আওয়ামীলীগের নেতাদের ছত্রছায়ায় আস্থাভাজন হয়ে মোটা অংকের উৎকোচ দিয়ে উপজেলার করমদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন। এসব নানা অভিযোগের কারনে এবং জামায়াতে ইসলামীর দলীয় সিদ্ধান্তে দলীয় শৃ্খংলা ভঙ্গের অপরাধে গাংনী উপজেলা আমীর ডা. রবিউল ইসলামের স্বাক্ষরে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। এরপরও বর্তমানে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে মুহঃ আলম হুসাইন আবারও খোলস পাল্টিয়ে জামায়াতের সভা সমিতিতে যোগদান শুরু করেছেন। ্
এ নিয়ে জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাহলে কি জামায়াতে ইসলামীর দলীয় গঠনতন্ত্র দুর্বল হয়ে গেছে। তিনি দলীয় নাম ভাঙ্গিয়ে থানা সহ বিভিন্ন জায়গায় দলীয় ফায়দা ও সুযোগ সুবিধা আদায় করছেন। এমনও শোনা যাচ্ছে, তিনি জামায়াতে ইসলামীর দলীয় ভাবমূর্তি নিয়ে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান পরিষদের চেয়ার এবং দায়িত্ব ছেড়ে দিলেও আলম হুসাইন বহাল তবিয়তে কাজীপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, আলম হুসাইনের নামে পরিষদের কর্মসৃজন কর্মসূচির অর্থসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ওয়ার্ডে সার ডিলার নিয়োগের ক্ষেত্রে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী , গাংনী উপজেলার আমির ডা. রবিউল ইসলামের সাথে আলাপকালে তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নানা দুর্নীতির কারনে সংগঠনের নিয়মানুযায়ী মুহঃ আলম হুসাইনকে দল ও দলের পদ পদবী থেকে বহিস্কার করা হয়েছে। আমাদের দলীয় কর্মসূচিতে আমরা কখনও তাকে ডাকি না। সে নিজেই নির্লজ্জের মতো বিভিন্ন বৈঠকে উপস্থিত থাকে। আমাদের নেতা কর্মীরা এটাকে ভাল চোখে দেখে না। আমরা বহিস্কৃত নেতার কোন অপকর্ম, বা দুর্নীতি বরদাস্ত করব্ োনা। এমনকি তার দায়ভার দল বহন করবে না। তবে আমি শুনেছি , আলম হুসাইন জেলা শাখা আমির এর নিকট ভুল স্বীকার করে দলে অন্তর্ভূক্ত করতে আবেদন করেছেন। আমি এককভাবে কোন সিদ্ধান্ত দিতে পারবো না। দলীয় ভাবে সিদ্ধান্ত হলে বিষযটি ভেবে দেখা যাবে। তবে দলের সাথে যারা গাদ্দারি করে, বেইমানী করে তাদের কখনও দলে অন্তর্ভূক্ত করা হবে না।