ঢাকাSunday , 29 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাগাতিপাড়ায় সাবেক এমপির এপিএস বিরুদ্ধে গাছের সাথে বেঁধে নির্যাতন অভিযোগ,গ্রেপ্তার হয়নি কেউ  

Mahamudul Hasan Babu
September 29, 2024 11:17 am
Link Copied!

নাটোর প্রতিনিধি :নাটোরের বাগাতিপাড়ার কৈচর পাড়া এলাকায় গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারপিট করে নির্যাতন ও হাত ভেঙে দেওয়ার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়নের সৃষ্টি হলেও ওই ঘটনায় মামলা হলেও এখনো কোন আসামি গ্রেপ্তার হয়নি। মামলার বাদী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না।
সকালে ভুক্তভোগীর বাড়িতে এক সংবাদ সম্মেলনে মামলার বাদী তহমিনা খাতুন লিখিত বক্তব্যে বলেন, মামলার প্রধান আসামী স্থানীয় সাবেক এমপি শহিদুল ইসলাম বকুলের এপিএস হওয়ায় তাদের কাউকেই গ্রেফতার না করে পুলিশ উল্টো বাদীকে আসামি খুঁজে বের করার কথা বলছেন। এদিকে আসামির কেউ গ্রেফতার না হওয়ায় উল্টো বাদীয় , তার স্বামী ভুক্তভোগী আব্দুল করিম ও পরিবারের লোকজনকে বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করছেন। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।
এ সময় ভুক্তভোগী আব্দুল করিম বলেন, গত ১৮ই সেপ্টেম্বর আমার নিজস্ব জমিতে গেলে আসামিরা আমাকে গাছের সাথে বেঁধে কয়েক ঘণ্টা উপর্যুপরী নির্যাতন করে এবং হাত ও হাতের আঙ্গুল ভেঙে দেয়। আমি অজ্ঞান হয়ে গেলে তারা ফেলে রেখে চলে যায়। পরে হাসপাতালে সাত দিন চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনো আসামিরা নানা ভাবে হুমকি দিয়ে আসছে ‌। তাদেরকে গ্রেফতার না করে আমাদেরকে আসামীর খোঁজ দিতে বলছে। নির্যাতিত হয়েও আসামিরা প্রভাবশালী হওয়ায় এখন আমরা বিচার পাচ্ছি না বরং নিজের ও সন্তানদের জীবন নিয়ে শঙ্কায় আছি। অবিলম্বে তারা আসামি তানসেল হিমেল সহ অন্যদের গ্রেফতারের দাবী জানান। ‌
এ ব্যাপারে বাগাতিপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেনজীর আহমেদ বলেন, আমরা আসামিদের ধরার চেষ্টা করছি ইতিমধ্যে তারা দুইজন আদালত থেকে জামিন নিয়েছে। বাকিদের গ্রেফতারের জোর তৎপরতা চলছে। এরপরও আমাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে তারা সেনাবাহিনী বা র‍্যাবের সহযোগিতা নিতে পারেন।।
এদিকে মামলার প্রধান আসামি সাবেক এমপি শহিদুল ইসলাম বকুলের এপিএস তানসেন হিমেলের সাথে যোগাযোগ করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।