আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :গাংনীতে বর্ণিল আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বাংলা নব বর্ষ -১৪৩২উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হেেয়ছে।
পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;শুভ নববর্ষ। বাঙালির উৎসবের দিন। পুরনো বছরের সব অপ্রাপ্তি,ব্যথা-বেদনা,গøানি,জরা,জঞ্জাল, মুছে ফেলে নতুন জীবনে সমৃদ্ধি ও সম্ভাবনার শিখা জ্বালিয়ে লাখো প্রাণের স্পন্দনে প্রথম সূর্য কিরণের সঙ্গে সঙ্গে জেগে উঠবে নতুন বাংলা বছর। বাংলাদেশ শুধু নয় বাঙ্গালীদের বাংলা ভাষাভাষীর জীবনে বর্ণিল সাজে এবং সাড়ম্বরে আসবে এক অমলিন আনন্দের দিন।
গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে বিকেল সাড়ে ৩ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অীফসার প্রীতম সাহার সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার শামসুল আলম সোনা, গাংনী থানার সেকেন্ড অফিসার আব্দুল গাফ্ফার, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোত্তালিব আলী, উপজেলা প্রখৌশলী ফয়সাল আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান , উপজেলা যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিআর ডিবি কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মামুনর রহমান প্রমুখ। পহেলা বৈশাখ উদযাপন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।
শহীদ মিনার চত্বরে প্রতিবারের ন্যায় বর্ষবরণ উৎসব পালনে (বর্ণাঢ্য র্যালি) মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। র্যালি শেষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে পান্তা উৎসব ও গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে
এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইশরাত জাহান, গাংনী টেকনিক্যাল ও বিজনেস ম্যান্জেমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালঅম আজাদ স্বপন, সিনিয়র সাংবাদিক ও শিল্পকলা একাডেমির সদস্য আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
নতুন বছরকে বরণ করতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠনও নানা কর্মসূচি হাতে নেয়ার জন্য আহবান জানানো হয়। সকাল আটটায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা বর্ণাঢ্য সাজে র্যালিতে অংশ গ্রহন করবে।
সামাজিক আচার অনুষ্ঠানাদি যেন মঙ্গল শোভা যাত্রার শোভা অনেকাংশে বৃদ্ধি করবে।
উপজেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন সংগঠন পান্তা উৎসবের আয়োজন করবে। উপজেলা শিশু পার্কের পার্শ্বে গ্রাম বাংলার মানুষের সকালের পান্তা ভাত এখন শহরের মানুষের কাছে বৈশাখী আয়োজনের অন্যতম খোরাক। উৎসবের শেষ পর্যায়ে গ্রামীণ ঐতিহ্যবাহী উপজেলার লাঠিয়াল বাহিনীর লোমহর্ষক লাঠিখেলা প্রদর্শন করা হবে।