ঢাকাMonday , 30 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে শারদীয় দূর্গা পূজা -২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

Mahamudul Hasan Babu
September 30, 2024 11:19 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনী উপজেলায় আসন্ন শারদীয় দুর্গা পূজা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১ টার সময় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের অয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, গাংনী উপজেলা স্বাস্থ্য ও প; পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানী, গাংনী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী, গাংনী উপজেলা শারদীয় দুর্গা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অশোক চন্দ্র বিশ্বাস, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
এসময় উপজেলার সকল ইউপি প্যানেল চেয়ারম্যান বৃন্দ , সাংবাদিক ও বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি সেক্রেটারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অফিস সূত্রে জানা গেছে, এবছর গাংনী উপজেলায় ১৭ টি পুজামন্ডপ এর আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রতিটি পুজা মন্ডপে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিটি পূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। সার্বক্ষনিক মনিটরিং করার ব্যবস্থা রয়েছে। কোনরকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।