ঢাকাTuesday , 1 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ডিবি পুলিশের হাতে নেশার ইনজেকশনসহ ২ জন আটক

Mahamudul Hasan Babu
October 1, 2024 3:53 pm
Link Copied!

একেএম বজলুর রহমান পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ে নেশার ইনজেকশনসহ জেলার ডিবি পুলিশের হাতে ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
১ অক্টোবর মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে থেকে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই  আবু হোসেনের নেতৃত্বে এসআই মিজানুর রহমান, এসআই রেজাউল করিম, এসআই আসাদুজ্জামান, এএসআই মোশারফসহ পুলিশের ফোর্সসহ ডিবির অভিযানকারী টিমের সদস্যরা মাদক বিরোধী অভিযানে অংশ নেন।
পঞ্চগড়ের পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড়ের সার্বিক তত্ত্বাবধানে জেলা ডিবি পুলিশের সদস্যরা অভিযান চালান।
পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় পৌর এলাকার ইসলামবাগ বৈশাখী মোড়ের আনোয়ার হোসেনের ছেলে নাঈম হোসেন
ও ডোকরোপাড়া এলাকার ফজলে করিমের ছেলে মামুনুর রশিদ (৪১) কে ৩৩ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পঞ্চগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ ওসি প্রদীপ কুমার রায় নেশার ইনজেকশনসহ ২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।