ঢাকাWednesday , 23 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন

shahin
October 23, 2024 1:21 pm
Link Copied!

মেহেরপুর জেলা প্রতিনিধি : ‘এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে জাতীয় এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা
ভাইরাস )ভ্যাকসিনেশন টিকাদান ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার সময় মেহেরপুর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুর সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মহী উদ্দীন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, ডা, আশিকুর রহমান, ডা. ইনজামামুল হক ও ডা. ইমরান হাসিফ খন্দকার প্রমুখ। সাংবাদিক সম্লেলনে পাউয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে জানানো হয়, বাংলাদেশে ব্রেষ্ট ক্যান্সারের পরই জরায়ু মুখ ক্যান্সারে অধিক সংখ্যক কিশোরী মুত্যৃবরণ করেন। এই মৃত্যু হার হ্রাস করতে বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রাথমিভাবে ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ও ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে। সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, মেহেরপুর জেলায় ৬১৪
টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩১ হাজার ৪৩০ জন কিশোরীকে টিকাদান করার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মেহেরপুর সদর উপজেলায় ৯ হাজার ৩১০ জন, গাংনী উপজেলায়
১৪ হাজার ৬৬৩ জন, মুজিবনগর উপজেলায় ৪ হাজার ৭৩০ জন, মেহেরপুর পৌর সভায় ৭২৭ জন। এর মধ্যে ৫ম শ্রেনীতে ৬ হাজার ৬৯৬ জন, ৬ষ্ঠ শ্রেনীতে ৬ হাজার ২৪৬ জন, ৭ম শ্রেনীতে ৬ হাজার ৪৩৮ জন, অষ্টম শ্রেনীতে ৬ হাজার ১১১ জন এবং নবম শ্রেনীতে ৫ হাজার ৯৩৯ জন । এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন ৪১ জন শিক্ষার্থী রয়েছে।এর মধ্যে ৮ জন শিক্ষার্থী প্রতিবন্ধী রয়েছে। টিকাদানের লক্ষ্যে ইতোমধ্যেই মাঠ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রতিষ্ঠান বহিভর্’ত কিশোরীদেও নামের তালিকা সংগ্রহ ও রেজিস্ট্রেশন করা হয়েছে। একইভাবে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের নামের তালিকা ও জন্ম নিবন্ধন দেখে রেজিষ্ট্রেশন করানো হয়েছে। এই টিকাদান বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে ১৮ দিনব্যাপী চলবে। রেজিষ্ট্রেশন করা সকল কিশোরীদের টিকা কেন্দ্র থেকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করা ১ ডেজি টিকা গ্রহনের জন্য অনুরোধ করা হয়েছে।