ঢাকাTuesday , 5 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় যুবদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণ, আটক-৩

Mahamudul Hasan Babu
November 5, 2024 12:15 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় যুবদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে বোদা থানা পুলিশ।
আটকৃতরা হলেন, বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল হাসান হিরু (৪০), সাকোয়া ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান প্রধান (৪০) ও বোদা পৌরসভার আওয়ামী লীগের সদস্য জুয়েল ইসলাম (৫৪)।
সোমবার রাতে উপজেলার বেংহারী ইউনিয়নের মানিকপীর ফাযিল মাদরাসা মাঠে যুবদলের কর্মীসমাবেশ চলাকালীন তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় তিনজন আহত হয়। পরে ঘটনাস্থল থেকে চারটি ককটেল উদ্ধার করে পুলিশ।
রাতেই বেংহারি ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সোহাগ হোসেন বাদী হয়ে ৮৪ জনের নাম উল্লেখ করে ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত করে বোদা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বোদা উপজেলার বেংহারি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে কর্মীসভা চলছিল। এসময়ে মাদরাসা প্রাচীরের বাইরে থেকে দূর্বৃত্তরা কর্মীসভা লক্ষ্য করে পরপর তিনটা ককটেল বিস্ফোরন ঘটায়। এসময় বেংহারী বনগ্রাম ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সোহাগ হোসেন (২০), যুবদলের কর্মী জাহাঙ্গীর আলম (৩২) ও বাবু (৩৫) আহত হন। পরে তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ককটেল বিস্ফোরণের পর পরই ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মামলা আসামীদের মধ্যে তিনজনকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।