মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১২মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) মোঃ শাহরিয়ার নজির এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মোঃ ফয়সাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার রায়, ইউপি চেয়ারম্যান মোঃ আঃ সামাদ আজাদ, আবু জাহেদ, মোহাম্মদ শাহ্, মোজাক্কারুল আলম চৌধুরী (কচি) ও আবু তাহের দুলাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল্যাহেল বাকী, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ খাদেমুল ইসলাম, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু প্রমুখ। প্রস্তুতিমূলক সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচিসমুহ বাস্তবায়নের জন্য মূল কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়। এসময় বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।