ঢাকাMonday , 13 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষ্যে র‌্যালি মহড়া ও আলোচনা সভা

Mahamudul Hasan Babu
October 13, 2025 2:27 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাংনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক বর্ণাঢ্য র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১ টার সময় গাংনীর জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মুক্তমঞ্চে র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় । দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর সহযোগিতায় দিবসটি পালন করা হয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী সাইদুর রহমান (অতিরিক্ত দায়িত্ব)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন , গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভ’ূমি) নাবিদ হোসেন।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের সহকারি প্রকৌশলী মাসুম বিল্লাহ, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী, বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইনচার্জ ও সদস্যবৃন্দ।
প্রধান অতিথি সহ বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ কম হলেও মানবসৃষ্ট দুর্যোগ আমাদের ক্ষতি সাধন করে থাকে। অসচেতনতার কারনে আমাদের উপজেলায় অগ্নিকান্ড, ও অতিবর্ষনে জনদুর্ভোগ বেড়ে যায়। বিশেষ করে পানিতে ডুবে অনেক শিশু মারা যাওয়ার ঘটনা ঘটে। এছাড়াও বজ্রপাতে অনেক প্রাণহানি হয়ে থাকে।
বাংলাদেশের ভৌগলিক অবস্থার কারনে আমাদের অঞ্চল প্রাকুতিক দুর্যোগের ঝুঁকিমুক্ত এলাকা। বিশেষ করে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় বন্যা , ঘুর্ণিঝড় ও জলোচ্ছ¡াস হয় না বললেই চলে। এছাড়াও বজ্রপাতে অনেক প্রাণহানি হয়ে থাকে। তাই আমাদের বজ্রপাত নিরোধক গাছ তালগাছ বেশী করে রোপন বা লাগাতে হবে এবং রক্ষনাবেক্ষন করতে হবে। অনেক সময় গোয়াল ঘরের মশার কয়েল থেকেও অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকে। এসব দুর্যোগ প্রশমনে আমাদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করতে আহবান জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতেই দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদুর রহমান।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি র‌্যালি জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়।