রবিউল ইসলাম লালমনিরহাট লালমনিরহাটে সোনালী ব্যাংকের একটি উপ-শাখায় বড়বাড়ীতে, সুরঙ্গ করে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পড়ে পুলিশ ও সেনাবাহিনী ব্যাংকের চারিদিকে ঘিরে রেখেছে। নিরাপত্তার কারণে ব্যাংকের কাছে কাউকে যেতে দিচ্ছে না। সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে লালমনির হাট সদর উপজেলার বড়বাড়ী সোনালী ব্যাংকের উপ-শাখায় এ ঘটনা ঘটে। বড়বাড়ী হাট সোনালী ব্যাংকের ম্যানেজার, মো রাজু মিয়া আমাদের, কে বলেন সকাল আটায় আমি অফিসে এসে দেখতে পাই দুর্বৃত্তরা ব্যাংকে টাকা চুরি করার জন্য সুরঙ্গ করেছে, আল্লাহর অশেষ রহমতে একটি টাকাও নিতে পারিনি, আমি সাধুবাদ জানাই ব্যাংকের পিয়ন কে, সুরঙ্গ দেখতে পেয়ে হাট বাজারের ,স্থানীয় সবাইকে খবর,দেলে সবাই এসে দেখতে পায়, ব্যাংকের ম্যানেজার বলেন ৪ সদ্যস কমিটি গঠন করা হয়েছে।

বড়বাড়ী বাজের পাশে, বাসা মো: ফিরোজ(৩৮) ইসলাম বলেন আমি বাজারে চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে এসে দেখি সোনালী ব্যাংক বড়বাড়ী শাখা কে, বা কার দুর্বৃত্তুর সুরঙ্গ করছে মালামাল নিয়ে যাইতে পারে নাই মনে হয় আমি এসে দেখতে পেলাম। ব্যাংকের পিয়ন, মো: আসাদুল ইসলাম (৩৭) জানান, রাত সাড়ে এগারোটায় সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংকের উপ-শাখার ব্যাংকের ভেতর সুরঙ্গ দেখতে পায়ে বিষয়টি বুঝতে পেড়ে চিৎকার দেন। পরে এলাকাবাসী ছুটে এলে ব্যাংকের পেছনের দেয়ালে সুরঙ্গ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে পুরো এলাকায় ঘিরে রাখেন। এদিকে ব্যাংকে থাকা টাকা লুট হয়েছে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ব্যাংক কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে অনুসন্ধান চলছে বলেও জানান আইনশৃঙ্খলা বাহিনী। লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষ হলে জানানো হবে।