ঢাকাTuesday , 28 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের জনগণ মনে করেন আওয়ামী লীগ তার রাজনৈতিক ক্ষমতা হারিয়েছে অতীত ইতিহাস জন্য

Mahamudul Hasan Babu
January 28, 2025 12:59 pm
Link Copied!

আঃ রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধিঃঅতীত ইতিহাস বাংলাদেশের সাথে পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বতার সৃষ্টির জন্য ভারতের মদদপুষ্ট বঙ্গবন্ধুর ও শেখ পরিবার বাংলাদেশের সাথে যে বিশ্বাস ঘাতকতার মাধ্যমে বাংলাদেশের জনসাধারণকে ভারতের কাছে জিম্মি করা সহ নিজ ধর্ম ও জাতীর সাথে বেঈমানীসহ রাষ্ট্র দ্রোহীতার কাজে ব্যস্ত ছিলেন পূর্বের (শেখ মুজিবের) মত। তাই টাঙ্গাইলের জনসাধারণ মনে করেন, আওয়ামী লীগ তার কার্যকলাপের কারনে রাজনৈতিক ক্ষমতা হারিয়েছে, বাংলাদেশের খারাপ অবস্থা ও সংকট তৈরী জন্য।
যে বা যাঁরাই আ’লীগের হয়ে প্রতিনিধিত্ব করেছে বা নেত্রীস্থানে ছিলেন, তাঁরা সবাই বলা যায় স্বৈরাচার ও ভারতে দোষর হয়ে দেশের ক্ষতিতে কাজ করেছে।
এখানে আওয়ামী লীগ ভারতে কাছে নিজ জনগণকে কোন ঠাসার মধ্যে রেখে ভারতকে নানা সুবিধা দিতে ব্যাস্ত ছিলো সব সময়। কোন প্রকার আলাপ-আলোচনা, যুক্তি বা তর্কে- বিতর্কে না গিয়ে বর্তমান প্রেক্ষাপটে অবশ্যই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দলটিকে বাংলাদেশে সকল কার্যক্রম স্থগিত করতে হবে। এবং জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই।
১৯৭৩ সালের ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ জয়লাভ করে ২৯২টি আসনে। তবে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি, হলে আওয়ামী লীগ এত আসন পেত না। রয়েছে বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি ছিল আরেকটি মৈত্রী চুক্তি, যা স্বাক্ষরিত হয়েছিল মার্চ, ১৯৭২ সালে। ভারতের বাহিনীর বাংলাদেশে অনুপ্রবেশের অধিকার ও বাকশাল কয়েম সহ বাংলাদেশেকে ভারতে গোলাম বানানোর নানা কৌশল।
এই পথে হাঁট ছিলেন কন্যা স্বৈরাচার শেখ হাসিনা। হত্যা, অত্যাচার, গুম করে বাংলাদেশ থেকে ভারতের বাহিনীর হাতে ও জেলে স্থানান্তর। ২০২৪ এর জুলাই অভ্যুত্থানে ভারতীয় বাহিনীর বাংলাদেশে অবৈধ্য প্রবেশে করে আন্দোলনের নিরস্ত্র মানুষকে হত্যাসহ, আইনের অপব্যবহার, আ’লীগকে টিকিয়ে রাখতে নিজ লোকদের সরকারী চাকুরীতে স্থান দেয়া, সরকারী চাকুরীজীবিদের সুবিধা দেয়ার জন্য বিরাট বাজেট করে অর্থ লোপাটের সুবিধা দিয়ে রাষ্ট্র জনগণকে শুভঙ্করের ফাঁকী দেয়া হয়! যার ফলে কর্মকর্তাদের পকেট ফুলে-ফেঁপে উঠলেও রাষ্ট্র জনগণ হয়েছে বঞ্চিত! আইন-শৃঙ্খোলা বাহিনীকে নিজের করে, অপকর্ম করানো সহ নানা প্রকার অনিয়মে জড়জড়িত হয়ে বাংলাদেশের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন সৃষ্টিকর্তার অপার মহিমায় একটি দলকে দিয়ে বন্ধ করে, আরেকটি দলকে তাদের উপর কর্তৃত্ব দিয়েছেন।
সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করে, ২০২৪ সালে ছাত্র-জনতার গণ অভ্যুত্থান কে ধরে রাখতে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগকে অবশ্যই বাতিল করতে হবে। কারণ আওয়ামী লীগ বাংলাদেশ ও জনগনের জন্য অত্যান্ত বিপদজনক একটি দল বা সংগঠন। এবং আ’লীগ ব্যাতিত সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে সকল ভুল বুঝা-বুঝির অবসান ঘটিয়ে একত্রে থাকতে হবেই। কোন আলেম ওলামাদেরকে যেন কোথাও কোন কথা বলতে বাঁধা বা কোন বিষয় বলে না দেয়া হয়। স্কলারদেরকে স্বাধীন মত কথা বা ইসলামিক কাজ করার ক্ষেত্রে কোন জোর জুলুমের স্বীকার বা মনোযোগ নষ্ট না করে দেয়া হয়। একজন মুসলিম হিসেবে মনে রাখতে হবে যে, আলেম ওলামাদের বিরোধিতা করা, নবী মুহাম্মদ (সাঃ) এর সাথে বিরোধিতার সামিল। তবে কোন ওলামাদের মধ্যে যদি কোন সমস্যা থাকে তাঁদের কে বলার মতো অনেক ভালো ভালো আলেম আমাদের বাংলাদেশে আছেন, আমাদের মতো সাধারন মানুষ তাঁদের কে বাঁধা বা নিষেধ ও বিষয় সিলেক্ট করে দেয়া নবী (সাঃ) এর সাথে বেয়াদবী।
ইসলাম কোন জঙ্গী সংগঠন নয়, বরং বাংলাদেশ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও জঙ্গী সংগঠন আখ্যা দেয়া যায়। যারা ইসলামিক শ্বাসন ব্যবস্থায় দ্বি-মত, দ্বিধা করেন বা ভয় পান, সঠিক ভাবে ইসলামিক রাষ্ট্র পরিচালিত হলে অমুসলিম ভাই-বোনেরাই বেশী নিরাপদ বলা যায়।
বাংলাদেশের সাথে ভালো সর্ম্পক্য তৈরী করার জন্য ভারত একটা সময়ে মরিয়া হয়ে উঠবেই! তাই তাদের প্রতারণা মূলক মিথ্যা প্রলভনে বা ফাঁদে আটকানো যাবে না, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম ও বাংলাদেশের মান চিত্রকে! আমাদের দেশের শত্রুরা ভারতের মাটিতে রাজকীয় ভাবে স্থান পায়! অতএব ভারতের সাথে সঙ্খ্যতার ক্ষেত্রে বারে বারে ভাবুন, ক্ষতির পরিমানটা কত?