ঢাকাSunday , 2 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে জেলা বিএনপির পুর্নাঙ্গ আহবায়ক কমিটি পুণর্গঠনের দাবিতে সমাবেশ ও গণবিক্ষোভ মিছিল

Mahamudul Hasan Babu
February 2, 2025 1:47 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি:১৫ বছর জেল জুলুম হত্যাকে স্বীকার কওে নিয়ে পার্টির নির্দেশে তারেক রহমানের নির্দেশে মেহেরপুরের বিএনপির সংগ্রামী কাফেলা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে।
ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। রবিবার(০২ ফেব্রুয়ারি) বিকেলে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলুর উদ্যোগে জেলা আহবায়ক কমিটি বাতিলের দাবিতে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন বিএনপির সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়নে যারা বুকের রক্ত দিয়েছে, যাদের বিরুদ্ধে ফ্যাসিষ্ট সরকার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, যারা একাধিক মামলায় জেল খেটেছে তারাই আজ কমিটি থেকে বাদ পড়েছে।যাদেরকে কোন আন্দোলন সংগ্রামে দেখা যায়নি আজ তাদেরকে নিয়ে জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আমরা এই অবৈধ কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব। যারা হাসিনার দোসরদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে গাংনী উপজেলা বিএনপির কমিটি দখলের চেষ্টা করছেন, তাদের লাঠিপেটা করে গণধোলাই দেওয়া হবে। কেউ রক্ষা পাবে না।”

তিনি বলেন, কমিটি পেয়েছেন ভালো কথা। সাদা কাগজে কালো অক্ষরে লেখা কমিটি গলায় মাদুলি করে ঝুলিয়ে রাখুন। আমি সভাপতি বা এমপি হতে চাই না। জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। সাত দিনের মধ্যে যদি অগণতান্ত্রিক কমিটি দিয়ে জেলা বিএনপি পরিচালিত হয়, আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মতিয়ার রহমান মোল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন ।
গমাবেশে আসাদুজ্জামান বাবলু বলেন, আমি ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে অগণিত মামলায় জেল খেটেছি। যারা একটি মামলাতেও পড়েনি। আদালতের বারান্দায় ঘুওে বেড়িয়েছে। আজ তারায় কমিটির সদস্য হয়েছে। গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়ন বিএনপির ঘাটি । সেই ইউনিয়নে একজনকেও জেলা কমিটির সদস্য রাখা হয়নি। আমরা এই কমিটি পৃনর্গঠনের দাবি জানাচ্ছি।
অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । সমাবেশ শেষে কমিটি বাতিলের দাবি তুলে গাংনী শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
এর আগে দুপুরে বিএনপি নেতা মাসুদ অরুণের নেতৃত্বে মেহেরপুরেও অবৈধ কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাসুদ অরুন রবিার দুপুরের দিকে মেহেরপুর সদও উপজেলা বিএনপির উদ্যোগে জনগণের প্রত্যাশা অনুযায়ী মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি পুনর্র্বিবেচনার দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মেহেরপুর সদও উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মারুফ আহমেদ বিজনের সভাপতিত্বে অন্যদেও মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সেক্রেটারী সাইফুল ইসলাম,মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলঅ ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির। পরে বিএনপির আহবায়ক কমিটি পুনর্বিবেচনার দাবিতে গণ মিছিল অনুষ্ঠিত হয়।