ঢাকাFriday , 23 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে র‌্যাব সদস্য পরিচয়ে জমি জবরদখল করার অভিযোগ। নিরাপত্তাহীনতায় শহীদ মুক্তিযোদ্ধার মেয়ে এখন বাড়ি ছাড়া

Mahamudul Hasan Babu
May 23, 2025 12:13 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে র‌্যাব সদস্য পরিচয়ে জমি জবরদখল করার অভিযোগ পাওয়া গেছে। প্রভাব খাটিয়ে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। প্রাণনাশের হুমকির ভয়ে নিরাপত্তাহীনতায় শহীদ মুক্তিযোদ্ধার মেয়ে এখন বাড়ি ছাড়া। নিজ পিতা ও ফুফুর নিকট থেকে ক্রয়কৃত জমি দখল না দিয়ে জমি থেকে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। জমি দখল পেতে মালিক দীর্ঘদিন যাবত পুলিশ প্রশাসনসহ বিভিন্ন জায়গায় আবেদন নিবেদন করেও ন্যায্য বিচার না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে। প্রতিপক্ষরা নানাভাবে হুমকি -ধামকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। জমি দখল নিতে গেলে মালিক পক্ষকে মারপিট ও জীবননাশের হুমকিও অব্যাহত রেখেছে।এমতাবস্থায় প্রতিপক্ষের দাপট ও ভাড়াটে লাঠিয়াল বাহিনীর কাছে প্রাণভয়ে অসহায় হয়ে পড়েছে প্রকৃত মালিক হাবিবা নওশিন।
অভিযোগ সূতেক্র জানা গেছে, উপজেলার বামন্দী ইউনিয়নের অন্তর্গত অলিনগর গ্রামে মরহুম বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের ছেলে সিরাজুল ইসলাম নাশকতাসহ একাধিক মামলার আসামী যার মামলা জি,আর নং-৫১৮/১৩ (গাংনী থানায় মামলা নং-০৬, তাং-১৩/০৮/১৩) হলে থানার এফআইআর থেকে এজাহার ভুক্ত আসামীর নাম কাটানোর ব্যাপারে থানা পুলিশকে ম্যানেজ করতে পারিবারিকভাবে টাকার প্রয়োজনে তার কন্যা হাবিবা নওশীনের কাছে হেবার ঘোষনা দিয়ে ধানী ও বাঁশঝাড় শ্রেণির .০৭ শতক জমি বিক্রি করে। যার মৌজা অলিনগর, খতিয়ান আরএস-১৯১, দাগ নং ৩০৭ (আর এস ), জমির পরিমান .০৭ শতকের মধ্যে ০.০১২৫ একর, দাগ নং ৯৩৪ (আর এস) .২৬ একরের মধ্যে ০.০৪৬৬ একর এবং দাগ নং ৮৮৬ (আর এস) .২৪ শতকের মধ্যে ০.০১০ একর সর্বমোট ০.০৭ একর অর্থ্যাৎ .০৭ শতাংশ। যার দলিল নং-২৮৭৫ . তাং -৫/৪/২০১৭ ইং। এখানে হেবার ঘোষনায় উল্লেখ রয়েছে যে ক্রেতা হাবিবা নওশীন ৩০৭ ও ৯৩৪ দাগে ,০৭ শতাংশ জমি ভোগদখল করবে।
একইভাবে অলিনগরের মোছাঃ ইজারন খাতুন তার পিতার মৃত্যুর ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে টাকার প্রয়োজনে নিজ স্বত্ববান দখলীয় তপশীল বর্ণিত জমি বিক্রি করতে চাইলে ক্রেতা হাবিবা নওশীন তার ফুফুর সম্পত্তি কবলা দলিল মূলে আর এস খতিয়ান নং-১৯১ এর দাগ নং-আরএস ৮৫,১৭৪,২৯৬,৩০৭,৩৭৭,৭৫০,৮৭১,৮৮৬,৯২৯, ৯৩৪ মোট জমির পরিমান ১.৪৮ একর এর মধ্যে ক্রয়ের পরিমান ০.০৩৩ একর এবং খতিয়ান নং-১৯৩ জমির পরিমান .৪৮ একর এর মধ্যে ক্রয়ের পরিমান ০,০১৪৫ একর। সর্বমোট জমির পরিমান ০,০৪৮১ একর। যার দলিল নং৮০৫৮ । তাং-২৯/১১/২০২১ ইং।
উক্ত জমি জমা ক্রয়সূত্রে হাবিবা নওশীন প্রকৃত মালিক হলেও প্রতিপক্ষ মিরাজুল ও সিরাজুল ইসলাম মোকামঃ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, মেহেরপুরে মিথ্যা পিটিশন মামলা নং-৩০৫/২০২৪ করে মালিক পক্ষকে হয়রানি করা হচ্ছে।এমনকি জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ সিরাজুল ইসলাম ও র‌্যাব সদস্য মিরাজুল ইসলাম গং জমি জবর দখল করে রেখেছে। জমিতে গেলে নানাভাবে ভয়ভীতি ও হামলা করে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বর্তমানে জমির প্রকুত মালিক হাবিবা নওশীন চরমভাবে নিরাপত্তাহীনতায় বসবাস করছে।
এমতাবস্থায় সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রকৃত মালিকের কাছে জমি দখল বুঝে দেয়ার ব্যবস্থা করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষনের দাবি জানিয়েছে ভুক্তভোগী অসহায় পরিবার ।