ঢাকাSaturday , 15 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

যাকাত প্রদান প্রক্রিয়া সহজতর করতে হবে: চট্টগ্রামে সেমিনার

Mahamudul Hasan Babu
March 15, 2025 3:27 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে জেলা প্রশাসন চট্টগ্রাম এবং ইসলামিক ফাউন্ডেশনের উদ্যেগে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা নিয়ে বিভাগীয় সেমিনার আয়োজন করা হয়েছে। এতে জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।বুধবার সকাল ১১ টায় চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে যাকাতের তাত্ত্বিক পর্যালোচনা ও গুরুত্ব বিষয়ে একটি উপস্থাপনা প্রদর্শন করা হয়। পরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা ইসলামিক ব্যক্তিদের সাথে উন্মুক্ত আলোচনা করা হয়।
বিভাগীয় কমিশনার বলেন, আমরা যেহেতু সবাই দায়িত্বশীল এবং নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হব, তাই সকলকেই নিজ অধিক্ষেত্রে যাকাতের গুরুত্ব সম্পর্কে প্রচারণা চালাতে হবে, যাকাত প্রদান প্রক্রিয়া সহজতর করতে হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, যাকাত প্রদান করলে সম্পদ কমে না বরং বাড়তে থাকে, তাই যাকাত প্রদানের গুরুত্ব সম্পর্কে সকলকেই অবগত ও সচেতন করতে হবে। এ সময় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ইসলামিক ফাউন্ডেশন যাকাত ফান্ডে অর্থ প্রদান করেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন এর সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন, কেন্দ্রীয় যাকাত বোর্ডের সদস্য শায়খ মুফতি জসীম উদ্দিনসহ প্রমুখ।