নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে সাবেক মন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবির বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৯ মে-২০২৫ ) বিকেলে নলডাঙ্গা বিএনপির পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নলডাঙ্গা পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নলডাঙ্গা সিএনজি মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল,নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক বিএনপি নেতা এম এ হাফিজ, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন , নলডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মামুনুর রশীদ খান, নলডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক রুপচান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফ উদ্দিন প্রমূখ।