ঢাকাThursday , 29 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগের দাবিতে বিক্ষোভ শেরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

Mahamudul Hasan Babu
May 29, 2025 9:59 am
Link Copied!

বাদশা আলম  শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের কালশীমাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার চাকির বিরুদ্ধে নানা অনিয়ম ও  টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীরা গত দুই সপ্তাহ আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেয়। কোন ব্যবস্থা নেয়া নেওয়ায় গত বুধবার সকালে শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের কালশীমাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার চাকি স্কুল চলাকালীন সময় অন্য শিক্ষকদের বাধ্য করে নিয়ে দীর্ঘদিন ধরে টিকটক ভিডিও করে আসছিল। ওই ভিডিও গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দিলে তা মানুষ ও শিক্ষার্থীদের নজরে আসে। এরই একপর্যায়ে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে নানা অনিয়ম ও টিকটক না করার জন্য গত দুই সপ্তাহ আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশিক খান ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন। কমিটির সদস্যরা হলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুল হক,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম। তদন্ত কমিটির দায়িত্ব অবহেলার কারণে গত বুধবার সকালে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ওই শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে শিক্ষার্থীরা বিক্ষোভ করে।
নাঈম, জিহাদ, রাফি, আপন, হুমায়রাসহ বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক স্কুল চলাকালীন সময়ে নিজে এবং অন্য  শিক্ষকদের নিয়ে টিকটক ভিডিও তৈরি করতে বাধ্য করেন। এছাড়া তিনি নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন, নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি দেন, ক্লাসরুমে ফ্যান ও বৈদ্যুতিক সংযোগ স্থাপন করেননি এবং মহিলাদের কমন রুম ঠিক করার বিষয়ে অনিহা প্রকাশ করেন। এছাড়াও, টিকটক করতে নিষেধ করায় শিক্ষার্থীদের টিসি দেওয়ার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠে। বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, স্কুল চলাকালিন সময়ে নিজে অন্য শিক্ষককে ক্লাস থেকে বের করিয়ে নিয়ে স্কুলে টিকটক করেন। এটা নিষেধ করায় টিসি দেওয়ার হুমকি দেন। আমরা চাই প্রধান শিক্ষক পদত্যাগ করুন এবং বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ ফিরিয়ে আনা হোক।
শিক্ষার্থী নওরিশ, শাম্মি, আতিয়া, হুমায়রাসহ দশম ও নবম শ্রেণীর একাধিক ছাত্রী জানান, আমাদের কমন রুম ঠিক না থাকায় আমাদের বাহিরে দিয়ে ঘোরা ফেরা করতে হয়। সেই জন্য আমারা নিরাপাদ নয়।
এ বিষয়ে প্রধান শিক্ষক সুব্রত কুমার চাকি বলেন, কিছুদিন পূর্বে স্কুলের বই ছিলনা তাই শিক্ষকদের নিয়ে একটু টিকটক ভিডিও করা হয়েছিল। গত ১ মাস হয়েছে টিকটক করা বন্ধ করেছি।
এ বিষয়ে শেরপুর উপজলো মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এবং
 নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি দেওয়ায় তাকে শোকজ করা হয়েছিল।
তদন্ত কমিটির প্রধান উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুল হক বলেন, জুন মাসের ব্যস্ততার কারণে তদন্ত করতে দেরি হয়েছে। তবে আগামী সপ্তাহে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা  আশিক খান বলেন, শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী সপ্তাহে সরে জমিনে যাবেন। তারা প্রতিবেদন জমা দিলে ব্যবস্থা নেওয়া হবে।