ঢাকাWednesday , 23 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

shahin
October 23, 2024 6:38 am
Link Copied!

মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখা ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত (২২ অক্টোবর) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিবস টি উপলক্ষে স্থানীয় উর্বশী সিনেমা হলের পিছন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে ফুলবাড়ী পার্বর্তীপুর বাসস্ট্যান্ডের পাশে জাতীয়  নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সভাপতি খাজানুর হায়দার লিমন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর মোঃ নওশের ওয়ান।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন, ফুলবাড়ী থানার চার্জ অফিসার মোঃ আরিফুজ্জামান আরিফ, ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন, নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ডাঃ সোলাইমান মন্ডল,যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ,যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক,দুর্ঘটনা অনুসন্ধান, গবেষণা সম্পাদক এ এম শাহেদ ইসলাম, দপ্তর সম্পাদক সোহাগ কিবরিয়া, মহিলা বিষয়ক সম্পাদক সীমা হক, সদস্য ফজলে রাব্বি,সদস্য জাকির আহমেদ, সদস্য হাফেজ এন্তাজুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।  আলোচনায় সড়ককে নিরাপদ করতে, সচেতন হতে, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে, দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।