ঢাকাWednesday , 30 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে জেলা আাওয়ামীলীগের সম্পাদক খালেক ও যুগ্ম সম্পাদক শফিকুল আটক

Mahamudul Hasan Babu
October 30, 2024 12:59 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:  মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম শফিকুল আলমকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব—১২)।

আজ বুধবার (৩০ অক্টোবর) ভোর রাতে র‌্যাবের পৃথক টিম তাঁদের বাড়িতে আলাদা আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ ( ওসি) বনি ইসরাইল  এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক গাংনী উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এবং অ্যাডভোকেট একেএম শফিকুল আলম ২০০৯ সালে গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

র‌্যাব—১২ সিপিসি—৩ মেহেরপুর ক্যাম্প  কৃান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল্লাহ জানান, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য আইন শৃংখলা পরিস্থিতির অবনতি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ করার জন্য তারা দুজন নিজ নিজ বাড়িতে আওয়ামী সমর্থীত লোকজন নিয়ে ষড়যন্ত্র করছিলেন।

গোপন সুত্রে খবর পেয়ে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও তাঁদের দুজনকে আটক করা হয়। এই দুজনকে আদালতে সোপর্দ করার লক্ষ্যে গাংনী থানায় প্রেরণ করা হয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি ইসরাইল বলেন, মেহেরপুর জেলা আাওয়ামীলীগোর সাধারণ সম্পাদক এমএ খালেক ও যগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে থানায় সোপর্দ করেছে

তারা এখন থানা হেফাজতে রয়েছেন। ১৬১ ধারায় আটক দেখিয়ে আদালতে নেওয়া হবে। তাদের আদালতে প্রেরন করা হবে।