ঢাকাSaturday , 2 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে গাছ ফেলে সড়ক অবরোধ করে যানবাহনে ডাকাতি

Mahamudul Hasan Babu
November 2, 2024 11:11 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :  মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়কে গাছ ফেলে যানবাহন ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।
এসময় ডাকাতদের হামলায় সজিব হোসেন ও সুমন হোসেন নামের দুজন ট্রাক চালক আহত হয়েছেন। আহতদের বাড়ি জেলার গাংনী উপজেলার বামন্দী এলাকায়।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে রাত তিনটার দিকে গাছ কেটে সড়কে ফেলে ২টি ট্রাক গতিরোধ করে তাদের কাছ থেকে নগদ টাকা নেয়। এসময় ট্রাকের দু’চালক প্রতিরোধ করার চেষ্টা করতে গিয়ে ডাকাতদের হামলায় আহত হন। তারা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।

ডাকাতদের হামলায় আহত সজিব হোসেন জানান,আমিসহ ওই সড়ক দিয়ে বেশ কয়েকজন ট্রাক নিয়ে বামন্দী থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথিমধ্যে আকুবপুর নামক স্থানে ডাকাতরা গাছ ফেলে সড়ক অবরোধ করে ট্রাক ঠেকায়। এসময় আমরা কয়েকজন ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করার সময় ডাকাতরা আমাদের দুজন চালককে কুপিয়ে যখম করে। এসময় ভয়ে একজন ট্রাক চালক নিয়স্ত্রণ হারিয়ে ফেললে ট্রাক খাদে পড়ে যায়। ডাকাতদল আমাদের কাছে থাকা কয়েক হাজার টাকা ছিনিয়ে নেয়। একই ভাবে একটি এ্যাম্বুলেন্সে জরুরী রোগী নিয়ে গাংনী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। তাদেরকেও ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান,ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।