ঢাকাSaturday , 2 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে জমি দখলে নিতে হাতিয়ার হিসেবে মুর্তি ব্যবহার!

Mahamudul Hasan Babu
November 2, 2024 11:21 am
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে জমি দখলে নিতে সরস্বতী প্রতিমা(মুর্তি)কে হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (০২ নভেম্বর) উপজেলার ২নং তোড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছেপড়াঝার সরকারপাড়া গ্রামে। স্থানীয়রা জানান, ছেপড়াঝার সরকারপাড়া গ্রামের মৃত অনিল চন্দ্র বর্মনের পুত্র বিরেন চন্দ্র বর্মন(জয়)( ৩৮) এর সাথে একই গ্রামের মৃত বৈশাগু মোহাম্মদের পুত্র মোঃ মোস্তাফিজুর রহমান( সল্টু)(৪২)’র বসত বাড়ীর জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে শনিবার(০২ নভেম্বর) সকাল প্রায় সাড়ে ৭টার দিকে বিরেন চন্দ্র (জয়) মোস্তাফিজুর রহমান (সল্টু)’র মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে বিরেন চন্দ্র বিরোধকৃত জমিতে পাটকাঠি দিয়ে বেড়া দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজিত হয়ে তুমুল ঝগড়ার সৃষ্টি হয়। ওই সময় বিরন চন্দ্র দৌড়ে গিয়ে তার বসতবাড়ীতে থাকা সরস্বতী প্রতিমা(মুর্তি) এনে বিরোধকৃত জমির সীমানায় রাখেন এবং রাগান্বিত হয়ে নিজে মূর্তিটির বাম হাতের কব্জি ভেঙ্গে দেন। মুর্তি ভাংচুরের খবর প্রশাসনকে জানানো হলে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান ,আটোয়ারী থানার ওসি মোঃ মুসা মিয়া, এসআই নারায়ন চন্দ্রসহ পুলিশ প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্ ,সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলীসহ এলাকার সুধিজন উপস্থিত ছিলেন। বিরেন চন্দ্র বর্মন (জয়) নিজেকে আত্মরক্ষার জন্য মূর্তি ভেঙ্গেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান বিরোধকৃত জমি সুষ্ঠু সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগিতার আশ^াস দেন। তিনি বলেন, আটোয়ারী উপজেলা সাম্প্রদায়ীক সম্পীতির উপজেলা। কেহ মিথ্যা অপকৌশল করে কাহাকেও অভিযুক্ত করে অন্যায়ভাবে বিপদে ফেলবেন না। আটোয়ারী শান্তিপ্রিয় এলাকা, অশান্তি সৃষ্টি করবেন না। এলাকার সুধিজন বলেন, বিরেন চন্দ্র (জয়) নিজের ধর্মের মূর্তি ভেঙ্গে মুসলিম সমাজের উপর দায় চাপানোর অপকৌশল অবলম্বন করেছেন, জমি দখলে নিতে নিজ ধর্মের প্রতিমা(মূর্তি)কে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। জমি সংক্রান্ত জেরে মুর্তি ভাঙ্গার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করেছেন।