ঢাকাFriday , 22 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় ন্যায্যমূল্যের বাজার, ক্রেতাদের  ভিড়

Mahamudul Hasan Babu
November 22, 2024 6:16 am
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : ক্ষেত থেকে আনা কৃষকের পণ্য, সুলভ মূল্যে জনগণের জন্য প্রতিপাদ্যকে সামনে রেখে বোদা উপজেলার বাজার সিন্ডিকেট ভাঙতে এবং ক্রেতাদের হাতে ন্যায্যমূল্যে সবজি তুলে দেওয়ার উদ্দেশ্যে ন্যায্য মূল্যের বাজার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসন পঞ্চগড়ের উদ্যেগে এ   কার্যক্রম পরিচালনা করেন বোদা উপজেলা প্রশাসন। সরাসরি চাষিদের কাছ থেকে উৎপাদিত সবজিসহ নানা ধরনের পণ্য কিনে এই বাজারে বিক্রি করা হচ্ছে। বোদা বাজারের থানা রোড সংলগ্ন শুক্রবার সকালে এই বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এস এম ফুয়াদ, বোদা বাজার বণিক সমিতির প্রচার সম্পাদক জাভেদ মজুমদার খসরু, বোদা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু প্রমুখ।

সম্মিলিত সেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড়ের স্বেচ্ছাসেবীরা চাষিদের কাছ থেকে সবজি কিনে এনে বাজারের মূল্য থেকে কম মূল্যে বিক্রি করছে। বাজারে আলুর কেজি ৭৫ টাকা হলেও ন্যায্যমূল্যের বাজারে ৫৫ টাকা  দরে বিক্রি হচ্ছে। একইভাবে প্রতিটি লাউ  ১০ থেকে ১৫ টাকা, মুলা ৩০, কাঁচা মরিচ ৭০ টাকা  কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, বাজার থেকে অন্তত ২৫ থেকে ৩০ টাকা কমে নানা ধরনের শাক সবজি বিক্রি হচ্ছে এই বাজারে।

উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির জানান, সাধারণ মানুষের সুবিদার্থে ও ন্যায্যমূ্ল্যে বাজার করতে প্রতিদিনি এই দোকান থেকে বিভিন্ন প্রকার সবজি বিক্রি চলমান থাকবে।