ঢাকাMonday , 16 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে মহান বিজয় দিবস পালিত

Mahamudul Hasan Babu
December 16, 2024 5:20 pm
Link Copied!

মোঃ রেজাউল করিম,লালমনিরহাট।মহান বিজয় দিবস-২০২৪ ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে যথাযথ ভাবে উদযাপনের জন্য জেলা প্রশাসন লালমনিরহাট কর্তৃক দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্যে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে সকাল ৬টা ২৪মিনিটে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনি অনুষ্ঠিত হয়েছে। তোপধ্বনির পর পর শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা এবং লালমনিরহাট জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সকাল ৯টায় স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম। এ সময় বীর মুক্তিযোদ্ধা এবং লালমনিরহাট জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তন (নতুন) লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ বীর মুক্তিযোদ্ধা এবং লালমনিরহাট জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।