ঢাকাSaturday , 25 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ২৫ কাঁচা ঘর পুড়ে ছাই

Mahamudul Hasan Babu
January 25, 2025 1:35 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে মধ্যরাতের আগুনে ২৫টি কাঁচা ও একটি সেমিপাকা ঘর পুড়ে ছাই হয়েছে। সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনায় খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে। শনিবার রাত সাড়ে তিনটার দিকে পূর্ব মাদারবাড়ি সাহেব পাড়া বড় মাইল্লার বিল বস্তিতে এ আগুন লাগে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ জানান, আগুন লাগার খবর পেয়ে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং ২ ঘণ্টার মধ্যে আগুন নির্বাপণ করতে সক্ষম হই। এ আগুনে ২৫টি বস্তিঘর ও পাঁচ রুমের একটি সেমিপাকা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করছি, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে জানান তিনি।