ঢাকাMonday , 27 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরল সীমান্তে বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
January 27, 2025 3:01 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও ভাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে বিজিবি ও বিএসএফ-এর সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার ভান্ডারা ইউপি’র কিশোরীগঞ্জ সীমান্তের নিকটবর্তী দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিরল আইসিপিতে এই সৌজন্য সাক্ষাত ও বৈঠক অনুষ্ঠিত হয়।

সৌজন্য বৈঠকে বিজিবি’র ১৪ সদস্যে বিশিষ্ঠ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মোহাম্মদ মিজানুল হক পিএসসি এবং বিএসএফ-এর ১৪ জন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএসএফ কিষাণগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী ইশ আউল। এছাড়াও ঠাকুরগাও সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল গোলাম রব্বানী পিএসসি এবং অধিনস্থ্য ব্যাটালিয়নের অধিনায়ক বৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিএসএফের প্রতিনিধি দল বিরল আইসিপিতে উপস্থিত হলে বিজিবি সেক্টর কমান্ডারগণ এবং ব্যাটালিয়ন অধিনায়কবৃন্দ তাদের অভ্যর্থনা জানান এবং বিজিবির একটি দল সেক্টর কমান্ডার কিষানগঞ্জ সেক্টরকে গার্ড অব অনার প্রদান করেন।
জানা যায়, সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও ভাতৃত্ববোধ বৃদ্ধির জন্যই মুলত বৈঠক এ অনুষ্ঠিত হয়।
বৈঠকে সীমান্ত হত্যা, মাদক চোরাচালান শূণ্যের কোটায় নামিয়ে আনাসহ অবৈধ সীমান্ত পারাপার, তার কাটার বেড়া কর্তন বন্ধ, উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বজায় রাখা, নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্ত অপরাধ কমিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষই একযোগে কাজ করার ব্যাপারে দৃঢ আশাবাদ ব্যক্ত করেন