জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের রাজৈরে বাড়িতে যাওয়ার রাস্তা নির্মানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ১১ জনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে দুই ঘন্টা ব্যাপি উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরারকান্দি গ্রামে বাড়িতে যাওয়ার রাস্তা নির্মানকে কেন্দ্র করে বিবাদমান দুইপক্ষ স্থানীয় ইউপি সদস্য কোহিনুর মোল্লার সমর্থক আজাদ মোল্লা ও স্থানীয় প্রভাবশালী সেন্টু মোল্লার সমর্থক ওহাব আলী শেখের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘন্টা ব্যাপি এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরিস্থিতি এখন শান্ত আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।