ঢাকাMonday , 3 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত-২

Mahamudul Hasan Babu
February 3, 2025 12:41 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। সোমবার সকালে ওই মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।একই দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৬২) ও বিবি রহিমা (৫৬)। তারা নিকটাত্মীয় এবং মাইক্রোবাসটির যাত্রী ছিলেন।এদের মধ্যে আনোয়ার ঘটনাস্থলে মারা যান। রহিমাকে হাসপাতালে নেওয়ার পর দুপুরে মারা গেছেন।
হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আবসার জানিয়েছেন, নারায়নগঞ্জ থেকে মাইক্রোবাসে করে একই পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা মিলে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। ফৌজদারহাট এলাকায় সামনে চলন্ত একটি ড্রাম ট্রাকের পেছনে মাইক্রোবাসটি গিয়ে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে আনোয়ার হোসেন মারা যান। অন্যান্যদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। দুপুরে রহিমাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।