ঢাকাThursday , 20 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।

Mahamudul Hasan Babu
February 20, 2025 4:03 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরল থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিরল থানা চত্বরে থানার কার্যক্রম এবং আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে পুলিশের কার্যক্রম কিভাবে পরিচালিত হবে এ লক্ষ্যে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে-তে থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা নবাগত পুলিশ সুপার মারুফাত হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ।
অনুষ্ঠানে বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুর রশিদ, সেক্রেটারি আজমির হোসেন, পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, মঙ্গলপুর ইউপি বিএনপির সভাপতি মাদুল ইসলামসহ বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দা, সুধী সমাজ ও গ্রাম্য পুলিশসহ প্রায় ২ শতাধিক মানুষ অংশ গ্রহন করেন।

প্রধান অতিথি নবাগত পুলিশ সুপার মারুফাত হুসাইন উপস্থিত সকলের কাছে মাদক, সন্ত্রাস, ভুমিদখল, বাল্য বিবাহ সহ বিভিন্ন সংঘটিত অপরাধ দমনে নানান সুবিধা ও অসুবিধার গুরুত্ব সহকারে শোনেন এবং ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।