ঢাকাWednesday , 5 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি আজিজ গ্রেফতার

Mahamudul Hasan Babu
March 5, 2025 4:28 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. আজিজকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। চট্টগ্রাম জেলা পটিয়া থানাধীন ভাটিখাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মো. আজিজ বাকলিয়া থানাধীন দোস্ত মোহাম্মদ এলাকার পশ্চিম পাড়ার মৃত মতিউর রহমানের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার ঐ ব্যক্তি গত বছর অক্টোবর মাসে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০২০) এর ৯(১) আইনে রুজু হওয়া নগরীর বাকলিয়া থানার ২নং মামলার আসামি।
র‌্যাব জানায়, সে মামলা রুজু হওয়ার পর হতে আইনশৃংঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে এবং সর্বশেষ পটিয়া থানা এলাকায় অবস্থান করে আসছিল। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।