এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে সভায় থানায় অফিসার ইনচার্জ আব্দুস সবুরসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। পরে উপজেলা নন-জুডিশিয়াল ও জুডিশিয়াল স্ট্যাম্প জালিয়াতি রোধকল্পে উপজেলা কমিটির সভা, উপজেলাসন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সভা, উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটিরসভা, উপজেলা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায় রাখা সংক্রান্ত উপজেলা টাক্সফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয় এবং ব্যাপক আলোচনান্তে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।