মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়ীয়া গ্রামের মরহুম ওয়াজেদ আলীর ছেলে মেয়ে মরিয়ম (৯)ও ইসমাইল (০৬)।থাকার ঘর নেই বললে চলে, নেই নিজস্ব কোনো জমিজমা। সহায়-সম্বলহীন মা -বাবা হারানো দুই ছোট বাচ্চা ।
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর পরিবার। সহায় সম্বলহীন হতদরিদ্র এই পরিবারের পাশে সহায়তা নিয়ে দাঁড়ালো ভাঙ্গুড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার । পরিবারটির এক মাসের যাবতীয় খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, মসলাসহ নিত্য প্রয়োজনীয় বাজার তুলে দেন তারা। এসময় উপস্থিত ছিলেন খানমরিচ ইউনিয়ন যুবদল নেতা রাকিব , ছাত্রদল নেতা কাওসার,সোহান ,বাইজিদ ,মাহমুদ রহমান সহ প্রমুখ।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ওয়াজেদ আলী ও তার স্ত্রী আজিমা আকস্মিক মৃত্যুতে বর্তমানে দুর্বিষহ জীবনযাপন করছেন ০২সন্তান। উপার্জনের কোনো ব্যবস্থা না থাকায় অসহায় এই পরিবারকে ভীষণ অর্থকষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। এমতাবস্থায় সন্তানদের পড়াশুনা ও ভরণপোষণে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে মৃত ওয়াজেদ আলীর অসহায় পরিবারটি আজীবন কৃতজ্ঞ থাকবেন।
উক্ত সহযোগিতা প্রদানে যারা আর্থিকভাবে পাশে দাঁড়িয়েছেন সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার।
