ঢাকাSaturday , 1 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরা-১ আসনে ব্যাস্ত সময় পার করছেন জামায়াত প্রার্থী আব্দুল মতিন

Mahamudul Hasan Babu
November 1, 2025 10:56 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ,মাগুরা সংবাদ দাতা:  মাগুরা -১ আসনে ব্যাস্ত সময় পার করছেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন।
তিনি গতকাল (৩১ অক্টোবর শুক্রবার) দিনব্যাপী মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়ন ও কসুন্দি ইউনিয়ন এবং শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নসহ নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামী আয়োজিত গণসংযোগ ও পথসভায় উপচে পড়া জনসমাগমে বক্তব্য রাখেন
, তিনি বলেন—“জাতির ভবিষ্যৎ গড়ার মুহূর্ত এখন।আগামী নির্বাচন শুধু ভোট নয়—এটি ন্যায়, মূল্যবোধ ও পরিবর্তনের এক অঙ্গীকার। এই অঙ্গীকার সফল করতে প্রয়োজন সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের ঐক্য ও সহযোগিতা।
গত কয়েক দশকে নানা মতবাদ ও প্রতিশ্রুতি এসেছে, আবার মিলিয়ে গেছে—কিন্তু মানুষ এখন চায় স্থায়ী শান্তি, সত্যিকারের ন্যায় এবং সেবামূলক নেতৃত্ব। শান্তি আসে তখনই, যখন সমাজ চলে ন্যায়ের পথে, সত্যের আলোয়।
তাই আসুন, আমরা সবাই একসাথে এগিয়ে যাই—
নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ, শিক্ষক-শিক্ষার্থী, শ্রমিক-ব্যবসায়ী-এক লক্ষ্য নিয়ে: ন্যায়, সেবা ও মূল্যবোধের সমাজ প্রতিষ্ঠা।
আমাদের উদ্দেশ্য স্পষ্ট — জনগণের কল্যাণে কাজ করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, এমন একটি দেশ গড়ে তোলা, যেখানে প্রত্যেকে মর্যাদা ও শান্তিতে বাঁচতে পারে।”

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, জেলা অফিস সেক্রেটারি মোঃ খায়রুল ইসলাম, শ্রীপুর উপজেলা আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান।

ভারপ্রাপ্ত জেলা আমীর,সাইদ আহমেদ বাচ্চু বলেন— “নির্বাচনের দামামা বেজে উঠেছে! এখন থেকেই দাওয়াতি কাজের ঝড় তুলতে হবে। চাঁদাবাজি, দুর্নীতি ও জুলুমমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবে রূপ দিতে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্য হবে ন্যায়ের শক্তি, সততার দুর্গ এবং জনকল্যাণের অঙ্গীকার। আসুন, হাতে হাত রেখে এগিয়ে যাই — দাঁড়িপাল্লার বিজয়ই হবে জনগণের বিজয়!”

পথসভায় উপস্থিত স্থানীয় জনতা প্রধান অতিথি আব্দুল মতিনকে উচ্চস্বরে আশ্বস্ত করে বলেন “আমরা দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে সকল প্রকার বাধা-বিপত্তি উপেক্ষা করে ইসলামের বিজয়ের জন্য বদ্ধপরিকর! চাঁদাবাজি-দুর্নীতির অন্ধকার, জুলুমের শৃঙ্খল—সবকিছু ভেঙে ফেলেন্যায়ভিত্তিক, শান্তিময়, মানবিক বাংলাদেশ গড়ার সংগ্রামেআমরা একত্রিত, অটুট, অপরাজেয়! দাঁড়িপাল্লাই হোক জনগণের আশা-ভরসার প্রতীক!
ইসলামের বিজয়ই হবে আমাদের চূড়ান্ত বিজয়!”