ঢাকাFriday , 14 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতে কেউ রাতারাতি নেতা হতে পারে না, বোরহানউদ্দিন উপজেলা আমির।

Mahamudul Hasan Babu
November 14, 2025 2:06 pm
Link Copied!

এএসটি সাকিল, ভোলা জেলা প্রতিনিধি:- “জামায়াতে কেউ রাতারাতি নেতা হতে পারে না” এমন মন্তব্য করেছেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় বোরহানউদ্দিন সরকারি হাই স্কুল মাঠে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

‎সভায় তিনি বলেন, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ‘বোরহানউদ্দিনে জামায়াতের ৩০ নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন’ এমন সংবাদ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, সংবাদে যাদের নাম উল্লেখ করা হ [email protected] য়েছে, তারা কেউই জামায়াতের কোনো পর্যায়ের সদস্য ছিলেন না। এমনকি ‘জয়েন্ট সেক্রেটারি’ নামে যে পদ উল্লেখ করা হয়েছে, তা জামায়াতে ইসলামীতে কখনোই ছিল না।


‎তিনি অভিযোগ করে বলেন, টুপি ও দাড়িওয়ালা কয়েকজনকে জামায়াতের কর্মী সাজিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত নাটক মঞ্চায়ন করেছে, যা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা ছাড়া কিছু নয়। জামায়াত একটি নিয়মতান্ত্রিক ইসলামী রাজনৈতিক সংগঠন যেখানে কোরআন-সুন্নাহভিত্তিক সিলেবাস অধ্যয়ন করে ধাপে ধাপে কর্মী হিসেবে অন্তর্ভুক্ত হতে হয় বলেও তিনি উল্লেখ করেন।

‎প্রতিবাদ সভায় উপস্থিত ভোলা–২ আসনের জামায়াতের প্রার্থী মুফতী ফজলুল করীম বলেন,
‎“মিথ্যা নাটক সাজিয়ে তারা নিজেদের দেউলিয়াত্ব প্রকাশ করেছে। এতে মানুষের আস্থা বাড়বে না, বরং কমবে।”
‎তিনি আরও বলেন, যারা ভোটের মাঠে মিথ্যার আশ্রয় নেয়, জনগণ তাদেরকেই প্রত্যাখ্যান করবে।

‎বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তির লক্ষ্যে মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সে আদর্শে অটল থাকবে।