ঢাকাThursday , 1 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় ডিবি পুলিশের পৃথক দুইটি অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র ৬০ রাউন্ড গু/লিসহ চার জন আ*ট*ক।

Mahamudul Hasan Babu
January 1, 2026 9:48 am
Link Copied!

স্টাফ রিপোর্টার, পাবনা।মাননীয় পুলিশ সুপার, পাবনা জনাব মোঃ আনোয়ার জাহিদ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মশিউর রহমান মন্ডল (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রেজিনুর রহমান (ক্রাইম এন্ড অপস)দ্বয়ের তত্ত্বাবধানে ওসি ডিবি মোঃ রাশিদুল ইসলাম এর নেত্বত্বে এসআই বেনু রায়সহ একটি চৌকস টীম পাবনা মনসুরাবাদ এলাকা থেকে গত ৩১/১২/২৫ খ্রি. একটি বিদেশী পিস্তল, দুটি রিভলবার সহ চার রাউন্ড তাজা কার্তুজ, অপর একটি অভিযানে এসআই অসিত কুমার বসাকের নেতৃত্বে পাবনা দক্ষিণ রাঘবপুর এলাকায় শায়েস্থা খান রোডে জণৈক হাদীউলের ফ্লাট বাসা থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি (যাহার মধ্য ৪২ টি তাজা্ এবং ১১ টি ফায়ার্ড কার্তুজ এবং এসআই মো: আ: লতিফ এর নেতৃত্বে একটি চৌকস টীমের অভিযানে পূর্ব শালগাড়িয়া জনৈক আওয়ালের বাসা থেকে ০৩ রাউন্ড তাজা গুলিসহ ০২ জন আটক হয়। উক্ত গ্রেফতার কৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা রুজু হয়েছে ।
১। মোঃ মিজানুর রহমান মামুন বাঙ্গাল মামুন(৪৭), পিতা-আব্দুল মান্নান মাতা-মোছাঃ রাশিদা বেগম, সাং-বলরামপুর আহাদবাবুর গলি, থানা-পাবনা সদর, জেলা-পাবনা, ধৃত আসামী ২। মোঃ আরিফ হোসেন (২৫), পিতা-মৃত-কোবাদ শেখ, মাতা-মোছাঃ আফরোজা বেগম, সাং-বলরামপুর আহাদবাবুর গলি, থানা-পাবনা সদর, জেলা- পাবনা ৩। মোঃ ফিরোজ হোসেন (৩৫), পিতা-মোঃ আব্দুস সোবাহান, মাতা-মোছাঃ রিজিয়া খাতুন, সাং-শিবরামপুর, থানা-পাবনা সদর, জেলা-পাবনা, ৪। মোঃ রিপন (৩৫), পিতা-মোঃ আঃ রাজ্জাক, মাতা-মোছাঃ রাশিদা বেগম, সাং-পূর্ব শালগাড়িয়া ০৮ নং ওয়ার্ড, থানা-পাবনা সদর, জেলা-পাবনা।
একটি লোহার তৈরী ৭.৬৫ ক্যালিবারের পিস্তল (আগ্নেয়াস্ত্র), যাহার কোনাকুনি দৈর্ঘ্য ৮ ইঞ্চি, ব্যারেলের দৈর্ঘ্য ৫.৯ ইঞ্চি, ফায়ারিং পিন এবং ট্রিগার সংযুক্ত সচল। পিস্তলের বাটের উভয় পাশে কাঠ স্ক্রু দ্বারা সংযুক্ত। উক্ত পিস্তলের ভিতরে লোহার তৈরী ম্যাগাজিন রয়েছে। ম্যাগাজিনের ভিতর ০১ রাউন্ড তাজা ৭.৬৫ ক্যালিবারের কার্তুজ রয়েছে পাওয়া যায়।
একটি .২২ বোরের লোহার তৈরী ১০(দশ) রিভলবিং চেম্বার বিশিষ্ঠ রিভলবার (আগ্নেয়াস্ত্র) যাহার বাট সহ ব্যারেলের কোনাকুনি দৈর্ঘ্য ৯.৭ ইঞ্চি এবং ব্যারেলের দৈর্ঘ্য ৫.৩ ইঞ্চি যাহার ফায়ারিং পিন ট্রিগার সংযুক্ত সচল। যাহার ব্যারেলে MADE IN AFGANISTAN লেখা আছে।
একটি .২২ বোরের লোহার তৈরী ৮(আট) রিভলবিং চেম্বার বিশিষ্ঠ রিভলবার (আগ্নেয়াস্ত্র) যাহার বাট সহ ব্যারেলের কোনাকুনি দৈর্ঘ্য ৯ ইঞ্চি এবং ব্যারেলের দৈর্ঘ্য ৪.৫ ইঞ্চি যাহার ফায়ারিং পিন ট্রিগার সংযুক্ত সচল। যাহার ব্যারেলে BARMA লেখা আছে। উক্ত রিভলবিং চেম্বারে লোডেড অবস্থায় .২২ বোরের তিনটি তাজা কার্তুজ আছে।
ধৃত আসামীদের অস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত একটি পুরাতন কালো রংয়ের সুজুকি জিকজার মোটরসাইকেল, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-৩৮৪২০৬।
একটি .২২ বোরের তাজা কার্তুজ,
২টি ৭.৬৫ পিস্তলের তাজা কার্তুজ,
একটি ছোট এ্যাশ রংয়ের কাপড়ের ব্যাগের ভিতর মোট ৫৩(তেপান্ন) রাউন্ড পিস্তলের কার্তুজ,