ঢাকাMonday , 17 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গড়েয়ায় ৮ মাসে অন্তঃসত্ত্বা নারীর বিয়ে এলাকাবাসীর মিশ্র প্রতিক্রিয়া 

Mahamudul Hasan Babu
March 17, 2025 8:46 am
Link Copied!

রহমত আরিফ গড়েয়া ঠাকুরগাঁও সংবাদদাতাঃঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় ৮ মাসের এক অন্তঃসত্ত্বা নারীর  বিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় এলাকাবাসী জানান,আমিনা দেলো,  পিতাঃ মৃত আবসার আলী,মাতাঃ হালিমা গ্রাম, চোঙ্গাখাতা,১ নং ওয়াড, থানা ও জেলা ঠাকুরগাঁও। সে দীর্ঘদিন যাবত বিভিন্ন সমাজ ঘৃণিত অনৈতিক কাজের সাথে জরিত, তার কয়েক বার বিয়ে হয়েছে, একটি কুচক্রী মহল এর সহায়তায় মোটা অংকের টাকা মোহরআনায় তার বিয়ে দেয়, কিছু দিন সংসার করার পর বিভিন্ন অজুহাত দেখিয়ে তার বিবাহিত স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করায় এবং মোটা অংকের মোহআনর টাকা হাতিয়ে নেয়। এভাবে কয়েকটি ঘটনা ঘটেছে। এলাকাবাসী তার এই কার্যকলাপে অতিষ্ঠ। তার কোন স্বামী না থাকার পরেও গত কয়েক দিন থেকে কথা উঠে তার পেটে বাচ্চা, সে গোপনে স্থানীয় ডাক্তারের নিকট পরিক্ষা করে জানতে পারে সে অন্তঃসত্ত্বা। সে ঠাকুরগাঁওয়ের একটি ক্লিনিকে তার বাচ্চা টি গর্ভপাত করাতে গেলে ডাক্তার পরিক্ষা করে বলে বাচ্চা টির বয়স আট মাস এটি কোন ক্রমেই নষ্ট করা সম্ভব না। ঘটনাটি স্থানীয় এলাকাবাসী জানতে পারলে এলাকার স্থানীয় গন্যমান্য লোকজন নিয়ে স্থানীয় ভাবে বসে তার কাছে জানতে চায় এই বাচ্চার পিতৃ পরিচয় কি? সে সকলের সামনে বলে আমার যার সাথে ডিভোর্স হয়েছিল তার বাচ্চা। এলাকাবাসী তাকে জানায় তাহলে তিন দিনের মধ্যে তাকে আমাদের সামনে হাজির করতে হবে আর না হলে তোমাকে এলাকা ছেড়ে তোমার স্বামীর কাছে চলে যেতে হবে, তোমার জন্য এই এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এই ঘটনার পর একদিন যেতে না যেতেই সে গত শনিবার আরেক টি অন্য ছেলেকে প্রলোভন দেখিয়ে তার ঘরে আটক করে রাখে দুই দিন  সেই কুচক্রী মহলের সহায়তায় বিবাহিত একটি ছেলেকে আটক করে রাখে এবং রবিবার সন্ধ্যা ৮ মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় সেই বিবাহিত ছেলেটির সাথে বিয়ে হয়। স্হানীয় এলাকা বাসী ক্ষিপ্ত হয়ে তার বসত বাড়িতে হামলা করে। ঘটনা টি কে বা কাহারা ঠাকুরগাঁও সদর থানায় খবর দিলে ঠাকুরগাঁও সদর থানার একটি টিম এসে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয় নিয়ে এলাকায় স্থানীয় এলাকাবাসীর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী প্রশাসনের কাছে দাবি জানান, যে আমাদের সবার ছেলে মেয়ে আছে, এই একটি মহিলার কারনে এলাকার বদনাম হচ্ছে তার অনৈতিক কার্যকলাপে আমরা অতিষ্ট দ্রুত তার বসত বাড়ি উচ্ছেদ সহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।