ঢাকাFriday , 21 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ওয়ালটনের আবারও  মিলিয়নিয়ার অফার উপলক্ষে  নাটোরে  র‌্যালি

Mahamudul Hasan Babu
March 21, 2025 12:14 pm
Link Copied!

নাটের প্রতিনিধি :নাটোরে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর মিলিয়নিয়ার নাটোর এরিয়ার ওয়ালটন প্লাজার উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  (২১মার্চ ) সকাল সাড়ে ১০টায় নাটোরে হেলিপেট মাঠ থেকে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষন করে।এর আগে উত্তরা গন ভবনের সামনে বেলুন পায়রা উড়িয়া অতিথিরা অনুষ্ঠানের উদ্বোধন করেন।
র‌্যালিতে উপস্থিত ছিলেন- নাটোর সদর থানার ওসি (তদন্ত) শহীদুল্লাহ ইসলাম,   ওয়ালটনের  ওয়ালটন প্লাজার রিজিওনাল সেলস ম্যানেজার মো. তৌফিকুর রহমান সুমেল, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মো. আমিনুর ইসলাম এবং নাটোর ওয়ালটন প্লাজার ম্যানেজার দেওয়ান শাহ আলম,নাটোর মাদ্রাসা মোড় ওয়ালটন প্লাজা ম্যানেজার মো মামুনুর রশিদ, বনপাড়া ওয়ালটন মডেল প্লাজার ম্যানেজার মো মহিদুল আলম,গুরুদাসপুর চাঁচকৈড় ওয়ালটন  প্লাজার ম্যানেজার মো বেলাল হোসেন, দাসড়িয়া ওয়ালটন  প্লাজার ম্যানেজার সাইদুল ইসলাম সাঈদ,দুর্গাপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার পবিত্র চন্দ্র দাস,  লালপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার সন্জিত গুহসহ জেলার বিভিন্ন ওয়ালটন প্লাজার সদস্যরা উপস্থিত ছিলেন।
ওয়ালটন প্লাজার ম্যানেজাররা বলেন, সিজন-২২ চলাকালীন ক্রেতারা দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনে ই-প্লাজা থেকে পণ্য কেনার পর পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হচ্ছে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ওয়ালটনের কাছ থেকে ফিরতি এসএমএস-এর মাধ্যমে ক্রেতারা পাচ্ছেন আবারো  মিলিয়নিয়ার হওয়ার সুযোগ। এছাড়া পাচ্ছেন কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা বা শোরুম থেকে ক্রেতাদের উপহার বুঝিয়ে দেওয়া হবে।