ঢাকাTuesday , 29 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলার  হিন্দা মাঠপাড়ায় মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খোরাদ আলী ৪৫ নামের একজন কৃষক আহত  হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল  ১১ টার দিকে মেহেরপুর গাংনী উপজেলার হিন্দা  ভিটাপাড়া  গোরস্থানের  সড়কের পাশে  গ্রাম্য ডাক্তার মুরাদ আলীর  বাড়ীর  প্রাচীরের  সাথে  মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে  ধাক্কা লেগে  কৃষক আহত হয়।
আহত  খোরাদ আলী গাংনী   উপজেলার হিন্দা মাঠপাড়া গ্রামের লালু শেখের  ছেলে। সে পেশায় একজন কৃষক।

স্থানীয়রা জানান, খোরাদ আলী ধানের জমিতে বিষ  স্প্রে  করে  মটরসাইকেল যোগে বাড়িতে য়াওয়ার উদ্দেশ্যে রওনা হলে হিন্দা গোরস্থানের নিকট পৌঁছালে   মোটরসাইকেলটি  নিয়ন্ত্রণ হারিয়ে খোরাদ আলী প্রাচীরের সাথে   ধাক্কা লেগে  সে  মারাত্মক ভাবে আহত হয়।

স্থানীয়  ও পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

হিন্দা গ্রামের মেম্বর খোকন আলী সড়ক দুর্ঘটনার  বিষয়টি নিশ্চিত করেছেন।