ঢাকাTuesday , 8 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিজ্ঞ আদালতের মূল্য নেই ইউনিয়ন বিএনপির নিকট : প্রশ্নবৃদ্ধ জেলা-উপজেলা বিএনপি ও সাংবাদিক মহল

Mahamudul Hasan Babu
July 8, 2025 1:03 pm
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : বিজ্ঞ আদালতের মূল্য নেই যশোরের ঝিকরগাছা উপজেলার ৩নং শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান আলীর নিকট। তার অনৈতিক কর্মকান্ডের দায়ে প্রশ্নবৃদ্ধ হতে দেখা যাচ্ছে জেলা-উপজেলা বিএনপি ও সাংবাদিক মহল। শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নিজদের স্বার্থ হাসিলে বিজ্ঞ আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উদ্দেশ্যেমুলক ভাবে উপজেলা প্রশাসনকে জড়িয়ে বিজ্ঞ আদালত অবমানার মাধ্যমে ঝিকরগাছা প্রেসক্লাবে নাটকীয় সংবাদ সম্মেলনের অভিযোগ উঠেছে। তিনি শিমুলিয়া ইউনিয়নের মাটিকুমড়া গ্রামের মৃত শাহাদৎ বিশ্বাসের ছেলে।
ঘটনার বিষয়ে তথ্য অনুসন্ধানে জানা যায়, শিমুলিয়া ইউনিয়নের ১৭নং উত্তর রাজাপুর গ্রামের একটি জমিতে সোহরাব হোসেন গং এর পক্ষে বিজ্ঞ আদালতের রায়, ডিক্রী ও মামলার বিবাদীদের  (সরকার পক্ষের) বিরুদ্ধে নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এমতাবস্থায় ৩য় পক্ষ হয়ে নিজের স্বার্থ হাসিলে শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান আলী তিনিসহ তার অনুসারীদের সংযুক্ত করে বাদি পক্ষ সোহরাব হোসেন গং ও বিবাদী পক্ষ উপজেলা প্রশাসনকে হয়রানী করতে ক্ষমতার দাপটে নাটকীয় সংবাদ সম্মেলন করছেন। উক্ত সংবাদ সম্মেলনে তিনি স্থানীয় সংবাদকর্মীদের ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠে তিনি স্বীকার করেন, সোহারব হোসেনের পক্ষে বিজ্ঞ আদালত থেকে সোহরাব হোসেন গং এর পক্ষে রায় ও ডিক্রী দিয়েছেন। এছাড়াও সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “অতঃপর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) উল্লেখিত সম্পত্তির সরকারি স্বার্থ রক্ষা ও উদ্ধারে বিজ্ঞ আদালতে আপিল মামলা দায়ের করা হয়েছে যা বিচারাধীন।”
ঘটনার বিষয়ে জানতে পেরে সোহারব হোসেনের ছেলে শহিদুল ইসলাম পল্লব বিগত ০৪জুন উপজেলা নির্বাহী অফিসারের নিকট ২৬ মে প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের তথ্য চেয়ে একটি আবেদনপত্র দাখিল করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ৩নং শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান আলীর নিকট থেকে সংবাদ সম্মেলনের কপি সংগ্রহ করে ৩০জুন পল্লবকে তথ্য সরবরাহ করেন। কিন্তু উক্ত তথ্যে দেখা যায়, শাহাজান আলী প্রেসক্লাবে সংবাদকর্মীদের নিকট দেওয়া তথ্য পরিবর্তন করে লিখেছেন “তখন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর মাধ্যমে জানতে পারি সংশ্লিষ্ট সম্পত্তি সরকারি স্বার্থ রক্ষা ও উদ্ধারে বিজ্ঞ আদালতে মামলা চলমান।” তাহলে পূর্বের সংবাদ সম্মেলনটা মিথ্যা ও বানোয়াট ছিলো কি না যাহার কারণে সভাপতি শাহাজান আলীর মহোদয় নিজেই গোপনে বিভিন্ন গণমাধ্যমে পূর্বে প্রচারিত সংবাদ সম্মেলন, জেলা, স্থানীয় উপজেলা-ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সংবাদকর্মীদের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছেন। এখানে প্রশ্ন থেকে যায় তার সাথে তো উক্ত জমির কোন সম্পর্ক নাই। তৃতীয় পক্ষ হয়ে বিজ্ঞ আদালত অবমানা করে তিনি মামলা খারিজও করে দিচ্ছে, উপজেলা প্রশাসন, জেলা-উপজেলা বিএনপি ও সাংবাদিক মহলকে ক্রমাগতই প্রশ্নবৃদ্ধ করে তুলেছেন তিনি।
সোহরাব হোসেন গং এর সাথে সরকার পক্ষের উক্ত জমির সাথে সম্পৃক্ততা থাকতেও ৩নং শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান আলীর সাথে উক্ত জমির কোন রূপ সম্পর্ক নাই। তার বাড়ি থেকে উক্ত জমি প্রায় ২/৩ কিলোমিটার দূরে অবস্থিত। সংবাদকর্মীরা তার নিকট থেকে তথ্য সংগ্রহের জন্য যোগাযোগ করলে তিনি তার বাহিনীর প্রধান সদস্য, সাবেক ছাত্রদলের সেক্রেটারী পরিচয়ধারী, মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী আনিসুর রহমান মিলন কর্তৃক সংবাদকর্মীদের হুমকি-ধামকি দেওয়ান। এছাড়াও সংবাদকর্মীকে সত্য প্রকাশে বাঁধা দেওয়ার জন্য ঝিকরগাছা প্রেসক্লাবের শরণাপন্ন হয়ে সংবদকর্মীর নামে অপপ্রচার করে সংবাদকর্মীর নামে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। এতেও সভাপতি শাহাজান আলীর খ্যান্ত হননি। প্রেসক্লাবের গোপন নথি বা কারণ দর্শানোর নোটিশটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করতে নিজ নামীয় ফেসবুকে আপলোড দিয়ে সংবাদকর্মীর মানহানীকর কার্যক্রম পরিচালনা করেছেন। তার অহেতুক বিতর্ক মূলক এই সব কর্মকান্ড নিয়ে জনমতে প্রশ্ন বিদ্ধমান হতে দেখা গেছে। এবিষয়ে উপজেলা ও জেলা বিএনপি এবং উপজেলা প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করেছে এলাকার সচেতন মহল।
সোহারব হোসেনের ছেলে শহিদুল ইসলাম পল্লব বলেন, তিনি আমাদের একজন শ্রদ্ধাশীল ব্যক্তি। দলীয় পদের মাথা হয়ে আমার পিতা ও বিজ্ঞ আদালতের বিপক্ষে কথা বলা ও মানহানি করার অধিকার তিনি কোথায় পেয়েছেন ? এটা আমার জানা নেই। এছাড়াও তিনি নিজের স্বার্থে দলীয় পদের বলে এলাকার নিরিহ নেতাকর্মীদের দিয়ে নানা বিদ অপকর্ম করছেন। তিনি তো বিচারক নন। তিনি দলীয় পদ ব্যবহার করে বিজ্ঞ আদালতের বিচারিক কার্যক্রমকে প্রভাবিত করা লক্ষ্যে কাজ করে চলেছেন। তাহার এমন কর্মকান্ডের বিষয়ে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উপজেলার ৩নং শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহাজান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপি ও থানা বিএনপির নেতৃবৃন্দ পাশে ছিলো। আমি শুধু পাঠক। আমি শুধু পড়ে শুনাইছি। ওখানে উপস্থিত জনগন সই করেছেন। ইউএনও স্যারের কাছে সংবাদ সম্মেলনের কপি ঘুরিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ও তোমার শুনতে হবে না। উক্ত ঘটনার বিষয়ে পল্লবদের বিজ্ঞ আদালতের রায় ডিক্রী আছে কি না এটার বিষয়ে তিনি বলেন, ১৪৪ধারা বহাল আছে। তারা এক তরফা রায় করে নিয়ে এসেছে। এবার দোতরফা রায়ের শুনানী পর খারিজ হবে।