ঢাকাSaturday , 16 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তারাগঞ্জে রূপলাল এর বাড়িতে এটিএম আজহারুল ইসলাম  

Mahamudul Hasan Babu
August 16, 2025 1:06 pm
Link Copied!

আব্দুল্লাহিল মতিন শাহীন, তারাগঞ্জ রংপুর থেকে:  রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বটতলা এলাকায় চোর সন্দেহে নির্মমভাবে হত্যার শিকার রূপলালের পরিবারের খোঁজ নিতে আজ শনিবার (১৬ আগস্ট)  দুপুর ১২ টায় উপজেলার কুর্শা ইউনিয়নের ডাঙ্গাপাড়া রূপলা‌লের  বাড়ি দেখ‌তে আ‌সেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর  নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
তিনি নিহত রূপলালের পরিবারকে গভীর সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, আমরা সবাই মানুষ। সবই আমরা এক আল্লাহর সৃষ্টি কিন্তু সৃষ্টির সেরা জীব হয়ে কিভাবে মানুষ মানুষকে পিটিয়ে মারতে পারে? আইন হাতে তুলে নেওয়ার অধিকার মানুষের নেই।  তি‌নি নিহত রূপলালের মে‌য়ে নুপু‌রের বি‌য়েতে উপ‌জেলা জামায়া‌তে ইসলামীর পক্ষ‌ থে‌কে সর্বাত্মক সহ‌যোগীতার আশ্বাস প্রদান ক‌রেন। এবং নগদ অর্থ প্রদান ক‌রেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় তিনি উপজেলার ঘনিরামপুর ঝাকুয়া পাড়ায় জামায়াতের সাবেক উপজেলা আমির মাহবুবুর রহমান বাবুলের কবর জিয়ারত করেন। এরপর ঘনিরামপুর ভাঙ্গা মসজিদে সর্বস্তরের মুসলিম জনতার সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির এস এম আলমগীর হোসেন।