ঢাকাTuesday , 26 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলের সুপরিচিত জীবন মহল ফ্যামিলি পার্কের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র করা হচ্ছে- সাংবাদিক সম্মেলনে– ড. আনোয়ার চৌধুরী জীবন।

Mahamudul Hasan Babu
August 26, 2025 11:32 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলের সুপরিচিত জীবন মহল ফ্যামিলি পার্কের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানিয়েছেন পার্কের স্বত্ত¡াধিকারি ড. আনোয়ার চৌধুরী জীবন।

মঙ্গলবার বিকালে জীবন মহল ফ্যামিলি পার্কে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আমি ব্যাপক সমর্থন পেয়েছি। আমি বিশ্বাস করি জনগণ আমাকে নির্বাচিত করেছে, কিন্তু আমার জয় ছিনিয়ে নেয়া হয়েছে। সামনের নির্বাচনে আমি যেন অংশ না নিতে পারি তার জন্য আমার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এরই অংশ হিসেবে গত ১৮ আগষ্ট জীবন মহল রিসোর্টে এক নাটক সাজিয়ে আমার সম্মানহানির চেষ্টা করা হয়েছে। রিসোর্টে বোর্ডার আসবে, এটাই তো স্বাভাবিক। সমস্ত নিয়ম নীতি মেনেই এখানে ব্যবসা করা হয়। বোর্ডারদের জাতীয় পরিচয় পত্র দেখে তারপরে তাদের নাম ঠিকানা লেজারে লিপিবদ্ধ করেই রুম ভাড়া দেয়া হয়। সেদিনও এর কোন ব্যত্যয় ঘটেনি। কিন্তু বোর্ডার রুমে আসার আধা-ঘন্টার মধ্যে পরিকল্পিতভাবে প্রশাসনের উপস্থিতি। বোর্ডার ব্যতীত, কোন অনিয়ম, মাদক বা অন্য কিছুর অস্তিত্ব না পেয়েও পরিকল্পিতভাবে ভ্রাম্যমান আদালত পার্কের কর্মচারীদের জেল-জরিমানা করে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমি সমস্ত কিছু মেনে নিয়েছি।
এরপরেও এই কুচক্রী মহল থেমে থাকলো না, তারা ভাড়া করা লোক দিয়ে জীবন মহল পার্কের সামনে এসে তা ভেঙ্গে ফেলার হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, ফেইসবুকে বিভিন্ন গ্রুপ তৈরী করে কুরুচীপূর্ণ প্রপাগান্ডা ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, আমি দীর্ঘ ২৪ বছর মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ফ্রি এ্যাম্বুলেন্স সেবা, ভ্রাম্যমান মেডিকেলের মাধ্যমে অসহায়, দরিদ্র মানুষকে স্বাস্থ্য-সেবা ও ফ্রি ঔষধ, চক্ষু চিকিৎসা, শীতের কম্বল, কাপড়, সেমাই, চিনি, নগদ অর্থ সহায়তা দিয়ে আসছি। কাউকে খালি হাতে ফিরাইনি। সাধ্যের মধ্যে অসহায়, দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি। বিনিময়ে আমি কোনদিন কিছুই চাইনি।

ড. জীবন চৌধুরী আগামী ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টায় সকল ষড়যন্ত্রের অবসান চেয়ে জীবন মহল পার্কের সম্মুখে প্রতিবাদ সভা ও বিরল উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করবেন বলে জানান ।