ঢাকাThursday , 28 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে জীবন মহল পার্ক এর অনৈতিক ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ। পার্কে অগ্নি সংযোগ ও ভাংচুর। তৌহিদী জনতা কর্তৃক ড.জীবন চৌধুরী কে গ্রেফতারসহ রিসোর্ট ও দরবার শরীফ বন্ধের দাবি।

Mahamudul Hasan Babu
August 28, 2025 4:52 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে জীবন মহল পার্কে সাম্প্রতিক অনৈতিক ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ ইসলাম প্রিয় তৌহিদী জনতার সাথে পার্কের স্বত্ত¡াধিকারি জীবন চৌধুরীর সমর্থকদের ব্যপক সংঘর্ষ হয়েছে। এতে দু’পক্ষের অনেকে আহত হয়েছে। পার্কের ভিতরে কথিত জীবনিয়া দরবার শরীফে আগুন দেয়াসহ ও বিভিন্ন স্থাপনা ভাংচুর করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে জীবন মহল পার্কের মুল ফোটকের সামনে সেবক পার্টির ব্যানারে জীবন চৌধুরীর সমর্থকরা প্রতিবাদ সভায় বক্তব্য দিচ্ছিলো। এসময় পুর্ব ঘোষনা অনুযায়ী ইসলাম প্রিয় তৌহিদী জনতার ব্যানারে ড.জীবন চৌধুরী কে গ্রেফতারসহ রিসোর্ট ও জীবনিয়া দরবার শরীফ বন্ধের দাবিতে তৌহিদী জনতার লোকজন বিরল হয়ে কাঞ্চন মোড়ে যাবার সময় কয়েকটি পিকআপ ভ্যান জীবন মহল পার্কের সামনে পৌছলে ইট-পাটকেল ছুঁড়া ছুঁড়ি শুরু হয়। পরে সেটা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যপক সংঘর্ষে রুপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। সংঘর্ষ চলাকালিন সময় জীবন মহলের স্বত্কাধিকারি ড. জীবন চৌধুরী পালিয়ে যেতে সক্ষম হলেও বিক্ষুব্ধ ইসলাম প্রিয় তৌহিদী জনতা জীবন মহল পার্কের ভিতরে ঢুকে কথিত গুরুজী ড. আনোয়ার হোসেন চৌধুরী জীবন এর জীবনিয়া দরবার শরীফে আগুন দেয় এবং বিভিন্ন স্থাপনায় ব্যপক ভাংচুর চালায়। এসময় সেনাবাহিনীসহ যৌথ বাহিনী ও দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।

এব্যাপারে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, রিসোর্টটি নিয়ে নানা রকম কথা বার্তা চলছে। আমরা ৫-৭ দিন থেকে খবর পাচ্ছিলাম যে স্থানীয় তৌহিদী জনতার সাথে জীবন মহল পার্কের মালিক ও কর্মচারীদের মাঝে একটা উষ্ণ সম্পর্ক বিরাজ করছে। আমরা চিন্তা করেছিলাম পার্কের ভিতরে ইসলাম পরিপন্থি বা অসামাজিক ও অনৈতিক কোন কিছু থাকলে সেগুলো আমরা সরিয়ে নেয়ার উদ্যোগ গ্রহন করবো। আজকে দুপক্ষের মাঝে সংঘর্ষ হতে পারে এমন আশংকায় সকাল থেকেই উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ এখানে অবস্থান নেয়। এসে দেখলাম পার্কের ভিতরে অনেক ক্ষতি হয়েছে।

দিনাজপুর পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন বলেন, হুজুরেরা বলেছেন এখানে অনৈতিক কার্যক্রম হয়। কয়েক দিন আগেও এখান থেকে নৈতিক কাজ করা অবস্থায় কিছু নারী-পুরুষকে আটক করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন। ঈমান ও আকিদার দাবিতে আজকে হুজুরেরা একটি প্রতিবাদ সভা করার কথা। বিক্ষোভ কারিরা পিকআপ ভ্যান যোগে বিরল থেকে কাঞ্চন মোড়ে যাবার সময় জীবন চৌধুরীর লোকজন তাদের লক্ষ্যকরে ঢিল ছুঁড়ে। এতে সংঘর্ষের সৃস্টি হয়। এব্যাপারে কোন পক্ষ মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট শনিবার রাতে উপজেলার কাঞ্চন মোড় এলাকায় জীবন মহল পার্ক এর হোয়াইট হাউস রিসোর্টে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে জীবন মহল পার্ক ও রিসোর্টের ম্যানেজার মোজাম্মেল হক ও সহকারী ম্যানেজারন জুয়েল রানা’সহ ৭ জন নারী-পুরুষকে নগদ অর্থসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত ।

এ অনৈতিক ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকে ইসলাম প্রিয় তৌহিদী জনতা পার্কের স্বত্ত¡াধিকারি ড. আনোয়ার হোসেন চৌধুরী জীবনকে গ্রেফতার ও জীবন মহল পার্ক এর হোয়াইট হাউস রিসোর্ট এবং কথিত জীবনিয়া দরবার শরিফ বন্ধের দাবী তোলেন।